Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

ডাকবাক্স

Bengali Novel

All Bengali Stories    82    83    84    85    86    87    88    (89)     90    91    92   

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------



ডাকবাক্স ( পর্ব ৯ )

লেখক - রাজকুমার মাহাতো, মহেশতলা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলিকাতা

অন্য পর্বগুলিঃ পর্ব ১    পর্ব ২    পর্ব ৩    পর্ব ৪    পর্ব ৫    পর্ব ৬    পর্ব ৭    পর্ব ৮    পর্ব ৯   

◕ পর্ব ৯

সারা বাড়ি ফুলে সাজানো হয়েছে। অরিন্দমদের বাড়িকে আজ চেনা যাচ্ছে না। আজ জগদীশ বাবুর বড় ছেলের আশীর্বাদ কিনা। কোনও অংশে কোনও কমতি রাখেন নি তিনি। সুরিন্দমও অনেক দিন পর আজ হোস্টেল থেকে বাড়িতে ফিরেছে। সব মিলিয়ে এ বাড়িতে আজ উৎসবের মেজাজে সবাই। যদিও আশীর্বাদটা মেয়ের বাড়ি থেকেই হয়, তবুও জগদীশ বাবুর অনুরোধে ছেলের বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে। বেশি আপত্তি করেন নি বংশী বাবুও। কারণ, তাদের অবস্থাও তো খুব একটা ভালো না। অনু আজ সেজেছে অরিন্দমের জন্য। লাল কাঞ্জিভরমটা খুব মানিয়েছে তাকে। গলার হারটা চকচক করছে। হাঁটুর একটু ওপর পর্যন্ত চুলটা বিনুনি করেছে আর গোঁড়ায় মোটা বেল-ফুলের মালা ঝুলিয়েছে। কি চমৎকার লাগছে আজ তাকে! অরিন্দমই বা কম যায় কিসে! সবুজ পাঞ্জাবিটা পড়ে একেবারে জমিদার পুত্রের মত লাগছে তাকে। সাথে নাগড়া জোড়া একেবারে রাজকীয় রূপ দিয়েছে তাকে। মন্ত্রের সাথে দু'জন-দু'জনের হাতে আংটি বদল করে আশীর্বাদ শেষ হল তাদের। এ যেন স্বপ্ন অনুর কাছে। এমন সময় হঠাৎ বাড়ির কালো হুমদো-ফোনটা ক্রিং-ক্রিং শব্দে বেজে উঠল।

"হ্যালো!" ফোনটা রিসিভ করলেন গীতা দেবী।

"কাকিমা অরিন্দম আছে?"

"হ্যাঁ, আছে। আপনি কে?"

"আমি পিটার, কাকিমা।"

চুপ করে রইলেন গীতা দেবী। এই পিটারের সাথে মিশে-মিশেই অরিন্দমের আজ এই হাল। তাই তো তার আশীর্বাদ অনুষ্ঠানে পিটারকে নিমন্ত্রণও করতে দেন নি তিনি। হঠাৎ তারই ফোন পেয়ে চুপ করে গেলেন গীতা দেবী।

"কাকিমা খুব দরকার। খুব আরজেন্ট কাকিমা। প্লিজ,একবার দিন অরিকে ফোনটা!" পিটার ফোনের ওপার থেকে কাকুতির সুরে বলল। কি করবে ভেবে না পেয়ে ফোনটা রেখে দিলেন গীতা দেবী। আবার দু'মিনিট পর ফোন বাজল। কিন্তু,আর রিসিভ করল না ফোনটা কেউ। বেজে-বেজে ফোনটা কেটে গেল। আবার একবার পুনরায় বাজল ফোনটা। এবার অরিন্দম নিজে এসে ফোনটা তুলল, "হ্যালো।"

"অরিন্দম??"

"আরে পিটার তুই! বল!"

"থ্যাঙ্ক গড! তোকে পেলাম। কাকিমা ফোনটা দিচ্ছিলেনই না তোকে।"

"সত্যি?"

"যাই হোক বাদ দে। শোন,এখুনি একবার ছত্তিসগড় যেতে হবে। পারবি?"

মুখটা শুকিয়ে অরিন্দম বলল, "কেন রে?"

পিটার বলল, "ওখানের একটা গ্রামে মাওবাদী হামলা হয়েছে। অনেক গ্রামবাসী আহত। আমাদের যাওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে , তাই তোকে বললাম। টিকিটের ব্যবস্থা আমি করছি। তুই খালি চলে আয় ভাই।"

অরি কিছু ভেবে পেল না। সদ্য অনুর পড়ানো আংটিটার দিকে দেখল। ওপার থেকে আবার পিটার বলল, "পারবি যেতে? তা না হলে আমরাই বেরিয়ে যাব।"

অরিন্দম বলল, "আমি আসছি।"

ফোনটা কেটে পিছনে তাকাতেই দেখল অনু দাঁড়িয়ে। একদিকে ইচ্ছে আর একদিকে ভবিষ্যৎ অরিন্দম মাঝ খানে। অনু বলল, "যেতেই হবে অরিদা?"

"তুই সব শুনেছিস?"

"হ্যাঁ, আমি সব শুনেছি।"

"আমার যাওয়াটা খুব জরুরি অনু, বিশ্বাস কর।"

অনু হেসে বলল, "বিশ্বাস করি অরিদা। তবে আজকেই আমায় একা করে দিয়ে চলে যাবে? আর আমাদের বিয়েটা যে ছয় দিন পর অরিদা!"

অরিন্দমের মনেই ছিল না যে ছয় দিন পর তার বিয়ে, যেন আকাশ থেকে পড়ল সে। অনু বলল, "মনে ছিল না, না তোমার?"

অরিন্দম মাথা নেড়ে অসম্মতি জানাল। অনুর দু'চোখের কাজল জল হয়ে তার নরম গালের উপর দিয়ে বয়ে নিচে নামছে তখন।

"যাও অরিদা," অনু বলল।

অরিন্দম অনুর দুটো হাত ধরে বলল, "বিশ্বাস কর অনু আমি ফিরে আসব ,বিয়ের দিনের আগেই। "

"করি অরিদা, তোমাকে বিশ্বাস করি আমি।"

ততক্ষণে বাড়ির সবাই তাদের পেছনে এসে উপস্থিত হয়েছে। সব শুনে গর্জে ওঠেন জগদীশ বাবু, "আজ তোমার আশীর্বাদ অরিন্দম! এভাবে তুমি একটা মেয়েকে ছেড়ে যেতে পার না।"

অরিন্দম বলল, "আমি বিয়ের আগেই ফিরে আসব বাবা; কথা দিলাম।"

"না। কোন মতে আমি তোমায় যেতে দিতে পারি না অরিন্দম। তুমি এভাবে নিজের দায়িত্ব থেকে পালাতে পারো না।"

"আমি দায়িত্ব পালন করতেই যাচ্ছি বাবা!"

আরও রেগে যান জগদীশ বাবু। চোখ মুখ তার লাল হয়ে যায়। "অনু ওকে বোঝাও, এভাবে ও তোমাকে ছেড়ে যেতে পারে না! ইটস ইম্পসিবল!"

অনু চোখটা মুছে বলে, "ওকে যেতে দিন বাবা। আমি যে ওকে কথা দিয়েছি, ওকে কোনদিন আটকাবো না।"

প্রমীলা দেবী ছুটে আসে অনুর কাছে। তাকে কাঁধটা ধরে দু'বার ঝাঁকিয়ে বলে, "কি বলছিস তুই অনু? এভাবে যেতে দিস না মা! ওখানে যা হোক কিছু একটা হতে পারে! নিজের সংসারটা তৈরি হওয়ার আগেই এভাবে ভেঙে দিস না মা!"

"না মা, ওর ওখানে অনেক দরকার। আজ ওকে রুখে নিলে জীবনে কোনদিন ওর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। আমি অপেক্ষা করব অরিদা। তোমার সাথে সংসার গড়ার সখ আমি ছাড়ব না। ফিরতে হবেই তোমাকে।"

গর্জে উঠলেন জগদীশ বাবু, "যেমন তুমি, তেমনই একটা প্রেমিকাও জোগাড় করেছ! শোন অরিন্দম, আজ যদি তুমি এই ঘরের বাইরে পা রাখিস তাহলে আমি জানব আমার বড় ছেলে মারা গেছে। ত্যাজ্য পুত্র করব তোমায়!"

"তোমার ছেলে বাবা, তুমি ত্যাজ্য পুত্র করলেও রক্তটা তো আর বদলে যাবে না। আমি আসছি বাবা। পারলে আমার শ্রাদ্ধটাও করে নিও।"

উপরে উঠে ব্যাগ গুছিয়ে নিয়ে নীচে নেমে এল অরিন্দম।

"যাস না বাবা! এবারটা রুখে যা আজকের দিনটা!" গীতা দেবী কেঁদে উঠলেন।

পায়ে একটা নমস্কার করে অরিন্দম বলল, "মা, ভেবো তোমার বড় ছেলে কোনও জংগলে হারিয়ে গেছে।" অনুর মা বাবার দিকে হাত জোড় করে বলল, "পারলে আমাকে ক্ষমা করবেন আপনারা।" পাশে দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদছে তখন অনু।

"আসছি অনু," অরিন্দমের চোখ দুটো চিকচিক করে উঠলো। অনু ওই ভাবেই দাঁড়িয়ে বলল, "অপেক্ষা করব তোমার অরিদা, এসো কিন্তু!"

কিছু না বলে বেরিয়ে গেল অরিন্দম। আর এক বারের জন্যও পিছনে তাকাল না সে। অনু বুঝল সত্যিই অরিন্দমের কাছে তার থেকে ওই মানুষগুলোর দাম বেশি। অনু হাতের আংটিটা চেপে ধরল। নিজের মনে-মনে বলল, "তুমি না এলে আমার বিশ্বাসটা ভাঙবে অরিদা। তুমি আসবে কিন্তু, অবশ্যই আসবে।"

দূরে তখন সূর্যাস্ত হচ্ছে। অনু তাকিয়ে থাকল সেই দিকে , সূর্যাস্ত যে তার খুব প্রিয়।
Next Part

অন্য পর্বগুলিঃ পর্ব ১    পর্ব ২    পর্ব ৩    পর্ব ৪    পর্ব ৫    পর্ব ৬    পর্ব ৭    পর্ব ৮    পর্ব ৯   


All Bengali Stories    82    83    84    85    86    87    88    (89)     90    91    92   


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717