Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

দ্বৈত

বাংলা গল্প

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------



All Bengali Stories    156    157    158    159    (160)     161   

দ্বৈত
লেখক - দিগন্ত পাল, দানেশ শেখ লেন, হাওড়া


## দ্বৈত

লেখক - দিগন্ত পাল, দানেশ শেখ লেন, হাওড়া

#
ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ:
একদিন আগেই ডেলিভারি অপারেশন হয়েছে এক ত্রিশ-বত্রিশ বছর বয়সী মহিলার। অপারেশনের প্রধান ডাক্তার তাঁর বেড-র কাছে চেক-আপের জন্য এলে মহিলাটি উদগ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, "ডক্টর, ইটস বেবি গার্ল, রাইট? ডক্টর, স্পিক আপ্ ! আই হ্যাভ পেইড ইউ সেভ্রেল ল্যাক্স! সেই গতকাল থেকে আপনারা আমাকে অন্ধকারে রেখেছেন!"

ডাক্তার নম্র ও নিচু স্বরে বললেন, "মিস্ রয়, আপনার সন্তান স্বাভাবিক হয়নি। আমি একদম নিশ্চিত নই তবে মনে হচ্ছে যে পুরুষ ভ্রূণের উপর প্রয়োগ করা ড্রাগে ইস্ট্রোডায়োলের খুব বেশী ডোসেজ-ই জন্মানো শিশুর লিঙ্গকে প্রভাবিত করেছে। শিশুর জেনেটিক স্যাম্পেল বলছে যে, ওর দুটো সেক্স ক্রোমোজোমই অপরিণত; না সম্পূর্ণরূপে এক্স, না ওয়াই।"

মহিলাটি ভীষণ রেগে গিয়ে বললেন, "হোয়াট ডু ইউ মিন্? ঝেড়ে কাশুন..."

#
বাইশ বছর পর ---
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত:
অদ্রী ও মৃত্তিকা খুবই সুখী এক কাপল। তাদের উভয়েরই বন্ধু হলো 'বৃষ্টি'। সেদিন বৃষ্টি তার বাড়ির ড্রইং রুমের সোফায় বসে অদ্রী ও মৃত্তিকাকে ভীষণ টেন্স হয়ে বলছিল, "জানাজানি হলে কি হবে? আমি সাগরকে মুখ দেখাব কিভাবে?"

ঠিক সেই সময় সাগর ড্রইং রুমে এসে গম্ভীর গলায় বলল, "জানতে কিছু আর বাকি নেই বৃষ্টি। নদী আমায় সব বলেছে..."

বৃষ্টি সাথে-সাথে কান্নায় ভেঙ্গে পড়ল। সে দ্রুত সোফা ছেড়ে উঠে সগরের বুকে দু'হাত রেখে বলল, "আই ক্যান এক্সপ্লেইন সাগর! আই ... আই ওয়াস্ ড্রাঙ্ক! প্রোবাবলি ওয়াইনে কিছু মেশানো ছিল। আমি নিজের মধ্যে ছিলাম না সাগর!"

সাগর অত্যন্ত রুক্ষ গলায় বলল, "আই ডোন্ট রিকোয়্যার এক্সপ্ল্যানেশন্। আইম ব্রেকিং আপ উইথ ইউ। মেসেজ করেও বলতে পারতাম, তবে আমাদের এত বছরের সম্পর্ক, তাই মনে হলো যে এইটুকু ভদ্রতা তুই ডিসার্ভ করিস," এই বলে সে নিজের হাতে তার বুক থেকে বৃষ্টির হাতদুটো এক ঝটকায় সরিয়ে দিয়ে গটগট করে বৃষ্টির বাড়ি থেকে বেরিয়ে গেল। বৃষ্টি প্রলম্বিত কাঁদো- কাঁদো স্বরে অনুরোধ করে উঠল, "সাগর, আমায় একটা সুযোগ..." বৃষ্টির মুখের কথা শেষ হওয়ার আগেই মৃত্তিকা গম্ভীর অথচ নিচু স্বরে বলল, "ওকে যেতে দে বৃষ্টি। এমনিতেও ও তোর কথায় থামবে না। তোর করা ভুলটা একটা ছুতো মাত্র। অনেক দিন আগে থেকেই নদীকে ওর মনে ধরেছে..."

বৃষ্টি একথা শুনে রেগে বলল, "হোয়াট দ্য হেল্ আর ইউ টকিং অ্যাবাউট?"

এখন অদ্রী বৃষ্টিকে কিছুটা শান্ত করার ভঙ্গিতে বলল, "ওয়া... ওয়ান মিনিট। ওয়ান মিনিট। বৃষ্টি, সেদিন রাতে পার্টির পরে তোর সাথে নির্ঝরের যাই হয়ে থাক, সেটা নদী জানল কিভাবে? আমার কিন্তু নির্ঝর ছেলেটাকে প্রথম দিন থেকেই সুবিধের মনে হয় নি।"

মৃত্তিকা অদ্রীকে আড় চোখে একবার দেখে নিয়ে জিজ্ঞাসা করল, "আর নদী?"

অদ্রী মৃত্তিকার প্রশ্নের কারণ না বুঝতে পেরে জিজ্ঞাসা করল, "মানে?"

মৃত্তিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, "আচ্ছা তোরা নির্ঝর আর নদীর ফেসিয়াল স্ট্রাকচার, হাবভাবে কোন সাদৃশ্য লক্ষ্য করিস নি? যদিও কলেজে দুজনেই খুব কম আসে, কোনদিন নিঝর আর নদীকে কোথাত্ত একসাথে প্রেসেন্ট থাকতে দেখেছিস?"

ড্রইং রুমে এক রহস্যময় নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেদ করে বৃষ্টি অত্যন্ত অনুসন্ধিৎসু স্বরে বলল, "তুই ঠিক কি বলতে চাইছিস পরিষ্কার করে বল্ তো!!"

মৃত্তিকা সামনের টেবিল থেকে বৃষ্টির ল্যাপটপ-টা কোলে তুলে নিয়ে ইন্টারনেটে সার্চ করল 'অল্টারনেটিং হার্মাফ্রোডাইট"। ওখানে যেসকল তথ্য জানা গেল তা অদ্রী ও বৃষ্টিকে একেবারে চমকে দিল –
বাইশ বছর আগে বাংলাদেশে জন্মানো এক অস্বাভাবিক শিশু সব খবরের কাগজের কভার স্টোরি হয়ে ওঠে। শিশুটির শরীরে এক অজানা হরমোন পাওয়া গিয়েছিল যা কিনা ডাক্তারদের মতে যৌন উত্তেজনার সময় কখনও টেস্টোস্টেরনের মত ব্যবহার করে, আবার কখনও যৌন উত্তেজনার সময় তার কার্যকারিতা অনেকটা ইস্ট্রোজেনে মত। গবেষকরা ভবিষ্যদ্বাণী করেছিল; প্রাপ্ত বয়স্ক অবস্থায় যৌন উত্তেজনার সময় এই হরমোন দেহের গঠনেও বিশেষ করে বুক, কোমর, উরু, ও নিতম্ব অংশগুলির মধ্যে ফ্যাট বণ্টনে খুব দ্রুত পরিবর্তন আনতে সমর্থ হবে, বস্তুত দেহের ঐ অংশগুলির এক বা একাধিক অংশে সঞ্চিত ফ্যাট অণুগুলো খুব তাড়াতাড়ি ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হতে থাকবে এবং সেই ফ্যাটি অ্যাসিড দ্রুত বাকি অংশগুলোতে ফ্যাট অণু হিসাবে সঞ্চিত হতে থাকবে। দৈহিক গঠনের এই বদল অনুসারে স্কাল্প, গাল, ও চিবুকের ত্বকে উপস্থিত স্ট্রাকচারাল প্রোটিন উৎপাদনকারী বিশেষ এক প্রকার কোষ 'কোষ বিভাজন' অথবা 'কোষ সংযোজন' প্রক্রিয়ায় নিমেষে স্কাল্প, গাল, ও চিবুকের ত্বকে সঠিক অনুপাতে নিজেদের সংখ্যা বাড়িয়ে অথবা কমিয়ে নেবে। ফলে স্বাভাবিক অবস্থায় মানুষটির কোন লিঙ্গগত বৈশিষ্ট্য প্রকাশ না পেলেও যৌন উত্তেজিত অবস্থায় মানুষটি কখনও দাড়ি-গোঁফ সমেত একজন পুরুষ হিসাবে, আবার কখনও যৌন উত্তেজনায় সে নারী হিসাবে আত্মপ্রকাশ করবে যার মাথায় থাকবে ঘন চুল..."

হঠাৎ টেবিলে রাখা বৃষ্টির ফোন থেকে একটা মেসেজ টোন শোনা গেল। বৃষ্টি হাতে ফোনটা নিয়ে ল্যাপটপ-র স্ক্রীন থেকে চোখ সরিয়ে ফোনের টাচস্ক্রীন-এ চোখ রাখতেই তার বুকটা ছ্যাৎ করে উঠল – নদীর কাছ থেকে মেসেজ এসেছে! তখনই হঠাৎ বৃষ্টির বমির উদ্রেক হওয়ায় সে তাড়াতাড়ি হাতে ফোনটা নিয়েই ড্রইং রুমের বেসিনে ছুটে গেল। অল্প কিছুটা বমি হলো, কিন্তু বমি বমি ভাবটাই বেশী। মৃত্তিকা উদ্বিগ্ন দৃষ্টিতে বৃষ্টির দিকে দেখছিল। কিন্তু অদ্রীর দুচোখ তখনও ল্যাপটপ-এর স্ক্রীন-এ পরবর্তী তথ্যগুলো গোগ্রাসে গিলে চলেছিল। হঠাৎ একটা বিস্ময় ও বিরক্তি মেশানো স্বরে অদ্রী বলে উঠল, "তেরো বছর বয়সে কিছু গুরুতর শারীরিক সমস্যা দেখা দেওয়ায় শিশুটির উপর আবার পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। তখন জানা যায় যে, হোয়াট দ্য হেল্! এর শরীরের রিপ্রোডাক্টিভ সিস্টেম শুক্রাণু বা ডিম্বাণু কোনটাই উৎপাদন করতে পারে না! তবে এই রিপ্রোডাক্টিভ সিস্টেম কোন পুরুষের সাথে যৌন সংসর্গের সময়ে তার শুক্রাণু গ্রহণ করে বহুদিন শুক্রাণুগুলোকে ধারণ করতে পারে এবং কোন মহিলার সাথে যৌন সংসর্গের ফলে সেই শুক্রাণুর সাহায্যেই মহিলাটিকে গর্ভবতী করতে পারে!"

অদ্রীর উচ্চারিত শব্দগুলো বৃষ্টির বুকে যেন হাতুড়ির মত আঘাত করছিল। বৃষ্টি ডান হাতে চোখে-মুখে জল দেওয়ার পর বাম হাতের ফোনটা চোখের সামনে ধরে নদীর মেসেজ-টা পড়তেই তার গা-হাত-পা ঠাণ্ডা হয়ে গেল। নদী একটা স্মাইলি পাঠিয়েছে, সঙ্গে লিখেছে, "হ্যাপি মাদারহুড ইন অ্যাডভান্স..."
( সমাপ্ত )


Next Bangla Story

All Bengali Stories    156    157    158    159    (160)     161   


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717