All Bengali Stories
84
85
86
87
88
89
90
91
(92)
93
■ স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা - মে, ২০২১
Details..
◕ West Bengal Police Recruitment Challenger for Constable (Prelim + Main) & SI (Prelim) in Bengali Paperback
From Amazon
■ ■
◕
সেই আনিকা
লেখিকা - কাশফিয়া নাহিয়ান, মনেশ্বর রোড, ধানমণ্ডি, ঢাকা, বাংলাদেশ
■ প্রথম দৃশ্য
" 'কি করে বলবো তোমায়,
আজও ভুলিনি তোমায়।
কি করে বলবো তোমায়,
এখনও তোমার স্মৃতি তাড়া করে বেড়ায়। '
ইস্! এত সুন্দর করে লিখতে পারে মেয়েটা? " মুগ্ধ হয়ে কবিতা পড়তে থাকে ফাহমান। কবিতাটি আনিকার লেখা। আনিকা তার ফেসবুক ফ্রেন্ড।
একদিন ফেসবুক ঘাটতে-ঘাটতে এক সুন্দর প্রোফাইল-পিকে নজর পড়ে তার। সঙ্গে-সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওপাশ থেকেও রিকুয়েস্ট একসেপ্ট করা হয়। ব্যস আর কি?
এরপর থেকেই আনিকার প্রোফাইলে তার অবাধ বিচরণ। চ্যাটিং মেসেজিং একনাগাড়ে চলতে থাকে। আনিকা প্রথমেই স্বীকার করে এই প্রোফাইল পিক তার না।
তার সততায় আরও একবার মুগ্ধ হয় ফাহমান। আর তার লেখা কবিতা পড়ে প্রতিনিয়ত প্রতিমুহূর্ত মুগ্ধ হয় সে।
"কাল কিন্তু পহেলা ফাল্গুন..."
"হ্যাঁ আমি জানি!"
"চলো না কাল দেখা করি..." আগ্রহ সহকারে বলল ফাহমান।
"না! একদম না...আমি তো তোমাকে আগেই বলেছি আমি দেখতে ভালো না। আমাকে তোমার পছন্দ হবে না।"
"না...আমি জানি তুমি দেখতে সুন্দর। আমার চোখ দিয়ে নিজেকে দেখো। আমি কাল বিকাল তিনটায় বোটানিক্যাল গার্ডেনে তোমার জন্য অপেক্ষা করবো। তুমি এসো প্লিজ..."
ওপাশ থেকে মেসেজ এর কোনও জবাব পেলো না ফাহমান। কেন যে মেয়েটা এরকম করে! দেখাই করতে চায় না। ফোন নাম্বারও দিতে চায় না। সবকিছুতেই না... এই না, না, প্রশ্নের জবাব পাওয়ার জন্য সে
আরও তার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু সে জানে আনিকা দেখতে সুন্দর। ফাহমান 'বিউটি উইথ ব্রেন কনসেপ্টে' বিশ্বাসী। যে সব মেয়ের ট্যালেন্ট আছে তারা সুন্দরই হয়।
পরদিন বিকাল তিনটায় বোটানিক্যাল গার্ডেনে হাজির হয় ফাহমান। কিন্তু আনিকার দেখা নেই। দেখতে-দেখতে বিকাল পাঁচটা বেজে যায়। বিরক্ত হয়ে বাড়ির পথে হাঁটা দেয়ে সে।
"তুমি কেন এলে না?" রেগে বলে ফাহমান।
"আমি তো আগেই বলেছি আমি আসবো না।"
"কাল ভ্যালেন্টাইন ডে, কাল তোমাকে আসতেই হবে।"
"এরকম করো না প্লিজ..."
"যদি তুমি কাল না আসো আমি সারারাত সেখানেই দাঁড়িয়ে থাকবো..."
মেসেঞ্জারে মেসেজ করেই মোবাইল বন্ধ করে দিলো ফাহমান। যাই হোক কাল সে দেখা করেই ছাড়বে।
যথাসময়ে একই স্থানে উপস্থিত হয় ফাহমান। চারটা বাজে, পাঁচটা বাজে; আনিকা আর আসে না। সেও মেসেঞ্জারে অনবরত মেসেজ করতে থাকে, "আমি এখানেই দাঁড়িয়ে আছি...এখান থেকে এক বিন্দুও সরবো না..."
হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। আশ্চর্য! এ সময় তো বৃষ্টি হওয়ার কথা না..তাও আবার এত বৃষ্টি! কিন্তু সেও নাছোড়বান্দা, কিছুতেই সরবে না ওখান থেকে।
এমন সময় সে দেখল নীল শাড়ি পরে ছাতা হাতে কেউ এগিয়ে আসছে। ফাহমান বুঝতে পারে, এই হচ্ছে আনিকা। কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। আস্তে-আস্তে তার দিকে এগিয়ে আসে মেয়েটি।
এবার তার মুখ দেখতে পায় সে। আনিকা ঠিকই বলেছিল সে দেখতে মোটেও ভালো না। মনটা খারাপ হয়ে যায় ফাহমানের। কিন্তু তার চোখের দিকে নজর পড়তেই আর চোখ ফেরাতে পারে না ফাহমান।
এত সুন্দর মায়াময় চোখ আগে কখনো দেখেনি সে। মন্ত্রমুগ্ধের মত আনিকার চোখের দিকে তাকিয়ে আছে সে। কি এক অজানা টানে ছুটে যাচ্ছে তার দিকে!
তার মনে হচ্ছে এই চোখে লুকিয়ে আছে অফুরন্ত ভালোবাসা। এই মায়াবী চোখের জন্য সে তার পুরো পৃথিবী দিতেও রাজি।
"এত পাগলামো কেউ করে! তোমার যদি কিছু হয়ে যেতো, আমি কি করতাম বলো তো?"
"এত সুন্দর কণ্ঠস্বর কারও হতে পারে?" অবাক হয়ে যায় ফাহমান।
■ দ্বিতীয় দৃশ্য
"তারপর কি হল?"
"তারপর আর কি! তার চোখের দিকে তাকিয়েই দশ বছর পার করে দিলাম!"
"তাই নাকি! বলেন কি? গল্পটি আপনার!"
"জী গল্পটি আমার...হুস.স..স..আমার মিসেস যেন না জানে যে, তাকে প্রথম দেখায় আমার পছন্দ হয়নি।"
"এই শুনছো!! ফ্লাইটের এখনও দেরী। চলো কিছু খেয়ে নিই।"
"ইউর উইশ ইজ মাই কমান্ড ম্যাম," হাসতে-হাসতে বলে ফাহমান।
"আচ্ছা আসি..." অজানা যাত্রীর দিকে হাসিমুখে তাকিয়ে বলল ফাহমান।
"ওকে। ভালো থাকবেন..."
বিচিত্র মানুষের গল্পগুলোও হয় বিচিত্র, যা বলা হয় শুধুমাত্র অজানা মানুষকে।
( সমাপ্ত )
Next Bengali Story
All Bengali Stories
84
85
86
87
88
89
90
91
(92)
93
◕ Railway Recruitment Challenger (in BENGALI - New Edition
From Amazon
■ ■
RiyaButu.com কর্তৃক বিভিন্ন Online প্রতিযোগিতাঃ
■ স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা - মে, ২০২১
Details..
■ প্রবন্ধ প্রতিযোগিতা - ২০২১
Details..
■ Hindi Story writing competition...
Details..
■ RiyaButu.com হল লেখক / লেখিকাদের গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রকাশ করার একটি মঞ্চ। ঘরে বসেই নির্দ্বিধায় আমাদের কাছে লেখা পাঠাতে পারেন সারা-বছর ...
Details..
◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 7005246126