Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

এই দুনিয়া ঘোরে

Bengali Story

All Bengali Stories    84    85    86    87    88    89    90    91    92    (93)     94   

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------



এই দুনিয়া ঘোরে

লেখক - অনিন্দ্য রক্ষিত, নোনাচন্দনপুকুর, ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ


"বাবা, নিরবচ্ছিন্ন মানে কী?" একটা বই হাতে করে পড়ার ঘর থেকে বাবার ঘরে এসে ডেভিড জিজ্ঞেস করল।

সময়, সন্ধ্যে সাড়ে সাতটা। রিচার্ড ঘণ্টা খানেক আগে দপ্তর থেকে ফিরেছেন। একটা আরামকেদারায় আধশোয়া হয়ে 'ফেলুদা সমগ্র'-র দ্বিতীয় খণ্ডটা পড়ছিলেন তিনি। ছেলের প্রশ্ন শুনে হাতের বইটা কোলের ওপরে রেখে ছেলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, "কই, দেখি কোথায় লেখা আছে?"

ডেভিড ওর বইটা বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, "এই যে, এই পাতার পঞ্চম সারির প্রথম বাক্যে শব্দটা আছে।"

রিচার্ড বইটা নিয়ে পাতাটার ওপরে চোখ বোলাতে শুরু করলেন। 'নিরবচ্ছিন্ন' শব্দটা তিনি এর আগে পড়েছেন কি-না, মনে করতে পারলেন না। ডেভিড, বাবার কাছ-ঘেঁষে এসে বইয়ের পাতায় আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, "এই যে, দেখ; এখানে লিখেছে, 'আমার ঘরের জানালা ভাঙ্গা, খাপরার ছাউনিও নিরবচ্ছিন্ন নয়।' এখানে, 'খাপরা' আর 'নিরবচ্ছিন্ন' শব্দ-দুটোর মানে বুঝতে পারছি না।"

রিচার্ড বললেন, "হম্ – খাপরা হল গে পোড়ামাটির তৈরি একটা জিনিস। দেখতে অনেকটা আধ-ভাঙ্গা গেলাসের মতো। এগুলো দিয়ে ভারতে আর বাংলাদেশে অনেকে ঘরের ছাদ তৈরি করত। আর, নিরবচ্ছিন্ন... হুঁ... হুঁ... নিরবচ্ছিন্ন হল গে ..." ছাদের দিকে চেয়ে রইলেন রিচার্ড। ডেভিড, উত্তরের আশায় বাবার মুখের দিকে চেয়ে রইল। "কেন, তোমাদের ইস্কুলের স্যার এই শব্দটার মানে শেখান নি?" রিচার্ড ছেলেকে জিজ্ঞেস করলেন।

"এটা তো আমাদের ইস্কুলের বই নয়," ডেভিড জানাল, "বাংলায় ভালো দখল আনার জন্যে মা আমাকে পাঠ্যসূচির বাইরেও অন্যান্য বাংলা বই পড়তে বলেছে। ইস্কুলে ইসাবেলা ম্যাডাম আর বাড়িতে মার্টিন স্যারও ঐ একই কথা বলেছেন। তাই এই বইটা পড়ছিলাম।"

রিচার্ড বললেন, "হম্ – ওনারা ঠিকই বলেছেন। এখন থেকে বাংলাটা ভালোভাবে না শিখলে ভবিষ্যতে উচ্চশিক্ষা অথবা চাকরি, কোনোটাতেই সুবিধে করে উঠতে পারবে না। তোমাদের আর্থার জেঠুর ছেলে উইলিয়াম দাদা কেমন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের চাকরি পেয়ে বর্ধমানে চলে গেল, দেখছ তো? তারপর, তোমাদের সোফিয়া মাসির মেয়ে অলিভিয়া দিদিকে দেখ; ঢাকায় কত বড় কোম্পানিতে কত বড় পদে কাজ করছে! ওখানকার টাকায় মাসে দেড় লাখ টাকা মাইনে পায়! এখানকার টাকার হিসেবে প্রায় বারো লাখ ইউরো! ভাবতে পারো! এগুলো কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র ওরা বাংলায় দারুণ ভালো ছিল বলে। এদেশেও বা ভালো বাংলা না জানলে একটা ভালো চাকরি জুটবে কোত্থেকে? তাছাড়া এটা একটা আন্তর্জাতিক যোগাযোগ রক্ষাকারী ভাষা। এটা না জানলে আজকের যুগে চলা যাবে না। সুতরাং, বাংলা ভাষাটা তোমাকে ভালো করে রপ্ত করতেই হবে। ওটাতে বেশি মনোযোগ দিতে হবে। প্রতি মাসে এককাঁড়ি টাকা খরচ করে তোমাদের দুই ভাই-বোনকে যে এত নামকরা একটা বাংলা-মাধ্যম স্কুলে পড়াচ্ছি, তোমাদের জন্যে মার্টিন স্যারের মতন একজন অভিজ্ঞ গৃহশিক্ষক রেখেছি, সেটা তো তোমরা যাতে বাংলাটা ভালোভাবে শিখে ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে পারো, তাই না?"

ডেভিড বলল, "কিন্তু, 'নিরবচ্ছিন্ন' শব্দের মানেটা কী হবে, বাবা?"

রিচার্ড আবার ছাদের দিকে মুখ তুললেন।

মার্থা রান্নাঘরে রাতের খাবার বানাচ্ছিলেন। বাপ-ছেলের কথাবার্তা তাঁর কানে যাচ্ছিল। আলু-পটলের ডালনাটায় ঘি আর গরম মশলা দিয়ে, কড়াইটা ঢাকা দিয়ে, চুলা বন্ধ করে শাড়ির আঁচলে হাত মুছতে-মুছতে এ-ঘরে ঢুকলেন। ডেভিডের দিকে চেয়ে মার্থা বললেন, "নিরবচ্ছিন্ন শব্দের মানে, 'আনইন্টারাপ্টেড', 'ইনসেসেন্ট', 'অনগোইং', 'কন্টিন্যুয়াস'; বুঝেছ? যাও, এবারে পড়ার ঘরে যাও।"

ডেভিড মাথা নেড়ে বাবার হাত থেকে বইটা নিয়ে 'নিরবচ্ছিন্ন' কথাটা বিড়বিড় করতে করতে চলে গেল। রিচার্ড একটু অপ্রস্তুত হয়ে শুকনো হাসি হেসে বললেন, "হাঃ! মানেটা এতক্ষণ পেটে আসছিল কিন্তু মুখে আসছিল না।"

মার্থা, স্বামীর দিকে অবজ্ঞার চোখে চেয়ে ব্যঙ্গের সুরে বললেন, "হ্যাঁ – সে-কথা আমি আগেই বুঝতে পেরেছি।"

"মানে? কী বলতে চাও তুমি?" একটু ঝাঁঝালো সুরে বললেন রিচার্ড।

মার্থা হাসতে হাসতে বললেন, "রাগ করছ কেন, আমি ঠাট্টা করছিলাম।"

রিচার্ড বললেন, "সবাই তো আর তোমার মতো বিশ্বভারতী থেকে বাংলায় এম. এ. পাশ করে আসার সুযোগ পায় নি। তা বলে, অন্যকে ঠাট্টা করা তোমার উচিৎ নয়।"

মার্থা বললেন, "আমি দুঃখিত, রিচার্ড। তবে এ-কথা আমি গর্বের সাথে বলতে পারি যে আমাদের পরিবারে শুধু আমি একাই নই, আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর পিসি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলার এম. এ. ছিলেন। পিসি তো প্রথম শ্রেণীর প্রথম হয়েছিলেন। সেদিক থেকে দেখতে গেলে, তোমার পূর্বপুরুষদের কেউ কখনও বাংলা-মাধ্যম বিদ্যালয়েই পড়ে নি। ঐ, সরকারি ইংরেজি-মাধ্যম ইস্কুলগুলোতে যেটুকু বাংলা শেখা যায়; তাই শিখেছেন। তুমি নিজেও তার ব্যতিক্রম নও। এই জন্যেই তো বলি, দপ্তর থেকে ফিরে সামাজিক মাধ্যমের বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে ঐ সময়টা বাংলা পড়ায় মনোযোগ দাও। শেখার কোনও বয়স নেই জানবে। ডেভিডটাও তোমাদের বংশের ধারা পেয়েছে। কিছুতেই বাংলাটা রপ্ত করতে পারছে না। বরং, আমার স্কার্লেট বাংলায় অনেক ভালো। এই বয়সেই ওর বাংলা শব্দভাণ্ডার কত সমৃদ্ধ! ও আমার পিসির মতো হবে, দেখো। আচ্ছা, তুমি সরকারি দপ্তরের একজন কর্মচারী, বাংলায় এত কাঁচা হয়ে কাজ চালাও কি ভাবে?"

"না, মানে, দপ্তরের কাজ সামলাতে তো আর 'নিরবচ্ছিন্ন'-র মতো কঠিন শব্দের মানে জানতে হয় না; 'একটানা' শব্দটা লিখলেও দিব্যি কাজ চলে যায়," রিচার্ড কৈফিয়ত দেওয়ার সুরে বললেন, "আর, তুমি আমাকে বাংলায় কাঁচা বলছ? তুমি জানো, আমাদের বড়বাবু অস্কার স্মিথ সেদিন, 'প্রকাণ্ড' শব্দের মানে বুঝতে পারেন নি! আমাকে জিজ্ঞেস করলেন। আমি বলে দিলাম।"

"তোমার মুখে 'প্রকাণ্ড' শব্দটা শুনে মনে পড়ে গেল," মার্থা বললেন, "আমাদের মহিলা-মহলে এক-একজনের বাংলা শুনলে হেসে মরে যাবে! সেদিন, অ্যালিসনের মেয়ের জন্মদিনের জমায়েতে জুডিথ বলল, ওর বর স্যামুয়েল নাকি বীভৎস চেষ্টা করেও চট্টগ্রামের চাকরিটা না পেয়ে প্রকাণ্ড হতাশা হয়েছে! হা হা হা হা…! ভাবতে পারো, 'বীভৎস চেষ্টা করেও'! 'প্রকাণ্ড হতাশা হয়েছে'! বাংলা ভাষার ব্যবহার কোথায়-কেমনটা করতে হয় সেই জ্ঞানও নেই। অথচ, ভাবভঙ্গি এমন করবে যেন ওর সাত-পুরুষ এই ডেভনশায়ারে নয়, কলকাতায় বা ঢাকায় জন্মেছে। শুধু ওদের মতো কেতা শিখলেই যে ওদের ভাষা রপ্ত করা সম্ভব নয়, সেটা এদের কে বোঝাবে!"

বইয়ের তাক থেকে সুনীতিকুমার চট্টোপাধ্যায় সম্পাদিত 'হরপ্রসাদ রচনাবলী'-টা নিয়ে বিছানায় বসলেন মার্থা। দু'শ সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল। তারপর থেকে পড়তে শুরু করলেন। স্কার্লেট একটা মোটকা বই হাতে ঘরে ঢুকল। মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করল, "মা, 'বেপমান' মানে কী? আর, 'উদীরণ'?"

মার্থা দু'বার ঢোঁক গিলে, হাতের বইটা পাশে রেখে বললেন, "দাঁড়াও, অভিধানটা দেখে বলছি।"

মার্থার দিকে আড়চোখে চেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি হেসে 'ফেলুদা সমগ্র'-র দ্বিতীয় খণ্ডটায় আবার মনোযোগ দিলেন রিচার্ড।

"এইসব কম-ব্যবহৃত শব্দগুলোর মানে সবসময় মাথায় থাকে না," বিড়বিড় করে বলতে-বলতে আড়চোখে রিচার্ডের দিকে একবার চেয়ে মার্থা অভিধানের পাতা ওল্টাতে শুরু করলেন। তারপর একটা পাতার এক জায়গায় আঙ্গুল দিয়ে বললেন, " হ্যাঁ, 'বেপমান' মানে, 'শিভারিং', 'ট্রেম্বলিং', 'কুইভারিং'; বুঝেছ তো?"

স্কার্লেট মাথা নাড়ল। মার্থা অভিধানের পাতা ওল্টাতে-ওল্টাতে বলতে লাগলেন, " আর... আর... হ্যাঁ; 'উদীরণ' মানে হল, 'প্রোনান্সিয়েশন', 'আটারেন্স', 'স্টেট্মেন্ট' ইত্যাদি, আবার 'এনকারেজমেন্ট'-ও হয়। সেক্ষেত্রে বাক্যটা দেখে বুঝতে হবে, কোন্ মানেটা সেখানে খাটবে। ঠিক আছে?"

স্কার্লেট বলল, "ধন্যবাদ, মা। জানো, আমাদের বিদ্যায়তনের শিক্ষিকা, প্রিসিলা মহাশয়া সেদিন বলছিলেন, এ-দেশে বাংলা ভাষার ভালো অধ্যাপকের বড়ই অভাব। সেইজন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর পাঠ সম্পূর্ণ করে ওখানেই গবেষণা করব। তারপর দেশে ফিরে এসে অধ্যাপনা করব। এখন থেকেই তার প্রস্তুতি নিচ্ছি। এই বিষয়ে তোমাদের হার্দিক উদীরণের প্রত্যাশা রাখি।"

মার্থা মেয়েকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু খেয়ে বললেন, "আশীর্বাদ করি, তুমি তোমার লক্ষ্য পূরণে সফল হও, বাছা আমার!"

রিচার্ড তাঁর হাতের বইটা বন্ধ করে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। গর্বে আর আনন্দে তাঁর চোখদুটো তখন ছলছল করছিল। পাঠক, কল্পনা করে নিন না, সময়টা দু'হাজার একশো বাইশ খ্রিস্টাব্দ।
( সমাপ্ত )


Next Bengali Story

All Bengali Stories    84    85    86    87    88    89    90    91    92    (93)     94   


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717