Home   |   About   |   Terms   |   Contact    
RiyaButu
A platform for writers

জগতবন্ধুর কথা


জগতবন্ধুর কথা


 

জগতবন্ধুর কথা - ১

জগতবন্ধুর কথা - ১
২৭-০১-২০১৯ ইং

Jagat-Bandhu◕ A platform for writers Details..

◕ Story writing competition. Details..

◕ জগতবন্ধুর কথা- ১

পিতা দীননাথ মহাশয় একদিন গঙ্গাধর কবিরাজের মুখে শুনলেন মুর্শিদাবাদে একজন খুব প্রতাপী, ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ এসেছেন। তিনি নেপালি সন্ন্যাসী।

পিতা দীননাথ তার শিশুপুত্র জগৎবন্ধুর ভাগ্যলিপি জানার জন্য ঠিকুজী নিয়ে সন্ন্যাসীর কাছে উপস্থিত হলেন। ঠিকুজী হাতে নিয়ে তার রাশি-চক্র দেখে সন্ন্যাসী চমকে উঠলেন, খুব বিস্মৃত হলেন। তিনি দেখলেন, এ যে এক অবতারের ঠিকুজী। সাধারণত যে পাঁচটি গ্রহের সমাবেশ নিয়ে যুগাবতারগণ এই ধরায় অবতীর্ণ হন, দীননাথের এই ছোট্ট শিশুটি সেই রকম গ্রহের সমাবেশ নিয়েই জগতে অবতীর্ণ হয়েছেন। সন্ন্যাসী ঠাকুর অতি উৎসাহে হাত জোর করে পিতা দীননাথের কাছে বিনীত ভাবে বললেন, "পণ্ডিতজী, আপনি এই ঠিকুজীখানি আমার কাছে রেখে যান। দয়া করে একবার আপনার সন্তানটি আমার কাছে নিয়ে আসেন। আমি যে ওকে দেখতে চাই। নিজ চোখে ওকে একবার দেখে আমি আপনাকে সব কিছু বলে দেব।"

পিতা দীননাথ উনার শিশুপুত্র জগতকে নিয়ে সেই সন্ন্যাসীর কাছে উপস্থিত হলেন। শিশুটিকে দেখামাত্র সেই সন্ন্যাসী তাকে বুকে নিয়ে ভাব-বিভোর হয়ে অঝরে কাঁদতে লাগলেন। শিশুটির অঙ্গ-স্পর্শে সন্ন্যাসীর আনন্দ যেন আর ধরে না। দীননাথ মহাশয় খুব অবাক হলেন। বিস্ময়ের সুরে বললেন, "ঠাকুর এ কী? আপনি এমন ভাবে কাঁদছেন কেন?"

সন্ন্যাসী এতই ভাব-বিভোর যে, তিনি অশ্রুভারে কথা পর্যন্ত বলতে পারছেন না। তিনি বারে-বারে সেই শিশুটির রাঙা দুটি পা মাথায় ঠেকাতে লাগলেন আর তেমনি অঝরে কাঁদতে লাগলেন। পিতা দীননাথ চীৎকার করে বললেন, "এ আপনি কী করছেন ঠাকুর। এতে আমার ছেলের অমঙ্গল হবে যে।"

সেই সন্ন্যাসীর কানে কোনও কথাই গেল না। বহুক্ষণ পরে যখন তিনি স্বাভাবিক হলেন তখন বললেন, "পণ্ডিতজী, এই শিশুর অকল্যাণ হবে কী? ও যে অকল্যাণকে কল্যাণ বানাতে এসেছে। আমার জীবন আজ সার্থক হল। যুগে-যুগে মুনি-ঋষিরা যার অপেক্ষা করে থাকেন, তিনি তার অসীম কৃপায় আমার কাছে এত সহজে ধরা দিলেন? আমার জীবন সার্থক। আমার জীবন সার্থক।"

- প্রতি সোমবার প্রভু বন্ধু সুন্দরের কথা এখানে প্রকাশিত হয়।

- প্রভু জগতবন্ধু সুন্দরের সকল পর্বগুলি:            

- লেখক / লেখিকাদের কাছে লেখা আহবান করছি।◕ A platform for writers Details..

◕ Story writing competition. Details..


◕ This page has been viewed 367 times.