Home   |   About   |   Terms   |   Contact    
A platform for writers

বাংলা কবিতা

Bengali Poem


■ স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা - মে, ২০২১ Details..

West Bengal Police Recruitment Challenger for Constable (Prelim + Main) & SI (Prelim) in Bengali Paperback
From Amazon

■ ■


List of all Poems     7     8     9     ( 10 )     11     12     13     14     15    

◍ ◍   সূচনা   ◍ ◍
- অমরেশ দেবনাথ, ধলেশ্বর-১৩, আগরতলা, ত্রিপুরা (পঃ)

শুরু হউক সূচনা নূতন সকালের হে অরুণোদয়ে, উদয়নে,
মঙ্গল আলোতে মঙ্গল প্রীতে হৃদয় তব প্রসারে; উন্মোচনে,
অসীম মেলাতে পাপড়ি মেলে, বিকশিত কুসুমে হে আনন্দে,
শুরু হউক প্রেম তবে তোমারি ছুঁয়াতে, এই অভিসারে!
যত আছে বেদনা, তাপ আর পীড়া, যাক তবে হারিয়ে,
তোমারি পরশ লাগুক এ হৃদয়, অবগুণ্ঠন তব সরায়ে,
নূতনের রথ তবে এসো মঙ্গলাতে, কালো সব বিদায়ে,
হউক সূচনা হে আনন্দলোকের, প্রকাশিত হৃদয় কুসুমে!
কিছু ছিল মাধবী আশালতাতে, মনেরি ডালে তবে লুকায়ে,
সেই লতাতে হউক সূচনা হে, নূতন কাননের, অঙ্কুরেতে,
জীবন জ্যোতি পাক তবে শিখা, তোমারি ছুঁয়াতে আলোতে,
যত ছিল কালো, ফুটে উঠুক শশী রবিতে পুণ্য প্রভাতে,
হ্রদয় মেলে, প্রাণ হে প্রসারে, অসীম ঋতে ঝর্নারও স্রোতে,
হউক সূচনা তবে ঐ বসন্তের, নির্মল মনে পাপড়ি দলে!
পেতে চাই কারে কোন সে প্রবাহে গোপন মনের প্রণিধানে,
হউক সূচনা তবে সেই ঘাঁটের, আলোতে; তেজে; স্পন্দনে,
নীরব বিহারে নিবিড় স্পর্শে প্রতিটি ক্ষণে এই আঁখিতে, অনুভবে,
জ্বালিয়ে দিও অমৃত বাতি গহন কালোতে তোমারি সব রচনাতে!
হউক সূচনা নূতন দিনের, এমন পূজাতে গভীর সেই প্রেমেতে,
যত আছে ক্ষত দিও ভরিয়ে প্রেমেতে, তোমারি পরশে শীতল হাতে,
প্রসার হউক তবে নব সূচনাতে অসীম আলোতে পুণ্য অঞ্জলিতে,
এসো হে নবীন মাহেন্দ্র ক্ষণে অমৃত স্থাপনে কলুষিত ঘটে,
বিজয় রথে ধ্বজা উড়ায়ে, হারানো দিনের প্রেমের বার্তা বয়ে!
বসে আছি নীরবে তোমারি পথে, আসবে তুমি ঝড়েরো শেষে,
শান্ত সকালে অসীম আলোতে নব মুকুলে ডালে ডালে সবুজেতে!


◍ ◍   দূর্গা   ◍ ◍
- অমরেশ দেবনাথ, ধলেশ্বর-১৩, আগরতলা, ত্রিপুরা (পঃ)

দিলে খুলে বন্ধ ঐ দ্বার যুগের পরে আবাহনে নিবিড় নিমন্ত্রণে,
দাঁড়িয়ে ছিলেম কত যুগে কোন আশাতে নীরব প্রদীপ জ্বেলে,
তোমার আমার মিলন ক্ষণে, দেবালয়ের মুক্ত আলোর স্রোতে,
ফোঁটেছে শশী চোখের কোনে মধুরো আলোয় ভাসিয়ে তবে শেষে!
কত দিন কত প্রহর কেটেছে বেলা তীব্র তাপে নীরব দহনে,
দহিত তবে ঐ নিদাঘে, শ্রাবনবিহীন তপ্ত মরুর, মরুঝড়ে,
তখন এলে বাদল মেঘে কালো কেশে বৈশাখীতে সুধা সৌরভে,
নামল ঝড় যুগের শেষে, কূল ভাসিয়ে সকল তীরে নীরব স্রোতে!
এসেছে ভ্রমর গভীর তানে, কোন যে সুরে গুনগুনিয়ে ছন্দালোকে,
মাতল এ প্রাণ তারই সুরে, কোন দোলাতে পূর্ণ্য তরঙ্গে ছন্দে ছন্দে!
উঠল বেজে সেই যে তার নূতন সুরে মধুরো গীতে আগমনীতে,
বারেবারে এমন দিনে, আসে প্রেম নব তরঙ্গে কোন সে জুয়ারে,
যাই যে ভেসে তারি স্রোতে, কূল হারিয়ে কোন সে দেশে নীরব বিহারে!
জানো কি সেই তৃষিত প্রাণ, ভিজে ফিরে অঞ্জলিতে তোমার অভিসারে,
কে যে আনে এমন বাদল এলোকেশে ঝড়েরো ছন্দে রুদ্রাণীতে!
অবাক আমি এমন লয়ে, বসেছিলেম দখিন দ্বারে মুক্ত হ্রদয়ে,
বাজাও ফিরে বারেবারে ফিরে ফিরে পত্র পুষ্পে নূতন কুসুমিতাতে!
কত প্রেম পায় যে ভাষা, সুরের তারে তোমার রাগিণী মাঝে,
কত স্মৃতি দোলায় এ মন, ঝর্ণা হয়ে শুকনো পাথর নুরিতে,
বসেছিলেম পথ যে চেয়ে, ভিজতে তবে তোমারি সলিলতে,
ভাসিয়ে দিলে সকল কূল ঐ ঋতিতে নব তরঙ্গে নবলোকে!
কে এসেছে কে এসেছে আমার চোখে, খোলা দ্বারে আগমনীতে?
দাঁড়িয়ে তুমি দু হাত মেলে নূতন সাজে ঝর্ণা হয়ে পুরনো বধূতে!
ঘরে ঘরে এমনি দূর্গা নূতন প্রাণে নব মুকুলে অমৃত সুধাতে,
দাঁড়িয়ে প্রেমিক বছর ধরে সাজবে পলাশ ঐ বসন্তে রাঙা পায়েতে,
জাগাও প্রেম বন্দনাতে হৃদয় মেলে কুসুম হয়ে ভোরের অঞ্জলিতে,
এসো এ প্রেম নব রচনায় ধূলার পরে বিকশিত কুসুম দলে!

Next Bengali Poem

List of all Poems     7     8     9     ( 10 )     11     12     13     14     15    

ত্রিপুরার পটভূমিতে রচিত গোয়েন্দা গল্প:
মাণিক্য   
সর্দার বাড়ির গুপ্তধন রহস্য   
প্রেমিকার অন্তর্ধান রহস্য   

Railway Recruitment Challenger (in BENGALI - New Edition
From Amazon

■ ■

RiyaButu.com কর্তৃক বিভিন্ন Online প্রতিযোগিতাঃ
■ স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা - মে, ২০২১ Details..
■ প্রবন্ধ প্রতিযোগিতা - ২০২১ Details..
■ Hindi Story writing competition... Details..
■ RiyaButu.com হল লেখক / লেখিকাদের গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রকাশ করার একটি মঞ্চ। ঘরে বসেই নির্দ্বিধায় আমাদের কাছে লেখা পাঠাতে পারেন সারা-বছর ... Details..


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 7005246126