◍ ◍ জোছনার বোতাম ◍ ◍
মাধবীর চোখ দিয়ে রাতকে দেখা
তুমি ছাড়া কে আর দিতে পারে এমন
কলঙ্কের মতো কালো দাগ যদি লেগে যায় একটু আধটু, যাক
তবু চাই প্রেম
জোছনার চুমুক
রজনী রঙিন করে মাঝে মাঝে দেখা চাই তাকে
দেখা চাই কাঁচ কুয়াশার পর্দা ছিঁড়ে
মাঝে মাঝে লাল নীল চোখ দিয়ে দেখতে চাই রাত।
একটু আধটু এলোমেলো হলে ভয় নেই
ফিরে এসে পূর্ণিমায়, তৃপ্তির নিমগ্ন মাঠে তোমাকে খেলাব,
ঘাটে বাঁধা তরী ছেড়ে যাব
অকূলে হারাব
একটু আধটু বেসামাল হলে ক্ষতি কি রজনী?
চাঁদ তার ছিপি এঁটে দিলে পঞ্চমীর মুখে আমি ঠোঁটে খুলে নেব জোছনার প্রপাত
বরফে সাজাব স্বপ্ন
চুমুকে চুম্বনে তুলে নেব রাতের নির্যাস
ভালবাসা দুহাতে খেলাব
মাধবীর চোখ দিয়ে রাত তোমাকে জাগাব
পেলব পাপড়ি ছুঁয়ে শিহরণ তোমাকে কাঁপাব,
পৃথক প্রাপ্তিতে তুমি আমাকেই ছুঁবে
তুমি খুলে দিও জোছনার বোতাম।
◕ Send your story to RiyaButu.com and get ₹ 500/- Details..
◕ Bengali Story writing competition. Details..
◍ ◍ দুঃখের ভগ্নাংশটুকু ◍ ◍
দুঃখের ভগ্নাংশটুকু করে দেখলে হতো
হরে লবে কতটা মিলেছে,
এত করে ভাগ করে দেখি এতবার ধরে
তবু কিছুতে মেলে না,
অনিঃশেষ অন্ধকার দিয়ে আলোকে ভাগ,
যতি চিহ্ন দিয়ে গতিকে,
অসময় দিয়ে সময়কে ভাগ করতে করতে ক্লান্ত আমি, কেবল
দুঃখের সমান দুঃখ নিয়ে দাঁড়ালে দুদিকে, জানি মিলে যেতে পারে,
তাতে অন্ধকার বাড়ে
আমি তো অন্ধকার চাই নি,
আলো চাই, যোগ ভাগ গুণ কিংবা বিয়োগের শেষে৷
◍ ◍ দখিন দোয়ারী মন ◍ ◍
দখিন দোয়ারী মন
হয় আনমন,
ওই এলো, ওই বুঝি এলো,
সব আছে তবু সব এলোমেলো৷
ভাবের ঘরে ইশারা,
অনন্তে আত্মহারা,
কি নিয়ে, তাও জানি না৷
মন পড়ে থাকে,
মন পুড়ে যায়,
মন যে হারায়, কোথায়? বুঝি না৷
সম্ভাবনার সব দ্বার খুলে দিয়ে, সে যে কোথায় পালায়?
তার এক চিমটি রোদ দিয়ে এক মহাকাব্য অনায়াসে লিখা যায়৷
তন্ময় সুরে যার তানপুরা হৃদয়ে বাজায়,
সে তার উষ্ণীষ খুলে দিয়ে যায়,
এবার নাও জিতে তারে, সাধনায়৷
◕ Send your story to RiyaButu.com and get ₹ 500/- Details..
◕ Bengali Story writing competition. Details..
Top of the page
All Pages
10
11
12
13
14
15
16
17
(18)
19
ত্রিপুরার পটভূমিতে রচিত গোয়েন্দা গল্প:
মাণিক্য
সর্দার বাড়ির গুপ্তধন রহস্য
প্রেমিকার অন্তর্ধান রহস্য