Home   |   About   |   Terms   |   Contact    
A platform for writers

ঝাউবনে বাদুড়ের ঢল

বাংলা কবিতা

কবি - মৌলিক মজুমদার

All Pages     10    11    12    13    14    15    16    17    18    19    (20)     21   

◍ ◍   ঝাউবনে বাদুড়ের ঢল  ◍ ◍

দুটো তার মিলে আটকে আছে একটা বাদুড়
দু’তারেই নাকি আটকায় বাদুড়ের ডানা,
এক তারে ওরা বিলকুল ঔরংজেব
এখন ইলেকট্রিসিটি দেব ঘুষে বাগ মানছেন না।

দুটো তারে সমান্তরাল সরলরেখা হয়
যে রেখায় বাস করে ঝাউবন
কিন্তু সন্ধের ডালচচ্চরি রাঁধে না
এই হাই হ্যালোতেই দায়ভার সারা।

আমার পাড়ায় তাই ঝাউবন
ইলেকট্রিক তারে বাদুড় ঝোলা ঝোলে
ঝাউবনে বাদুড়ের আনাগোনা হলে
যেমন লাঠি হাতে গেরস্তরা সজাগ হয়
আমিও জেগে থাকি সারারাত-
ঝাউবনে বাদুড়ের ঢল!

◕ A platform for writers Details..

◕ Story writing competition. Details..

◍ ◍   একটি চুম্বনের মৃত্যু  ◍ ◍

একজন কবির মৃত্যুর পর তুমি অমর হয়ে যাও জানলেই
আজ শহীদ হয়ে যেতে পারি,
স্পিটিং খরিশের চোখে চোখ রেখে বসে আছি অবদমিত,
নির্ভুল শিকারের মত চুপচাপ।
নিরাপদ দূরত্ব থেকে থুতু ছিটালেই
কাম তামাম হয়...
কিন্তু একটি প্রাগৈতিহাসিক আঠালো চুম্বনের জন্য
জীবন বাজি রাখতে পারি, একথা কি আগে বলিনি...

◍ ◍   ফেরা  ◍ ◍

খুব সহজেই আমরা সূর্যে পৌঁছে গেছিলাম,
এবার কক্ষপথে ফিরছি।
ঝাঁকুনি তো লাগবেই-
তাই সিটবেল্ট বেঁধে নাও,
কক্ষপথেই স্থিতি,
সমান্তরাল ও পরস্পরের আলোকবর্ষ দূরে...◍ ◍   সরীসৃপ জীবন  ◍ ◍

শীতঘুমে তলিয়ে যাওয়াটাই রীতি,
হে প্রিয় শীতঘুম, আসছে বছর আবার এসো,
ততদিন বেঁচে নিই অবাধ যৌন স্বাধীনতায়,
এ খড়ম, এ পৌরুষ, আপাতত অগস্ত্য বিদায়ের,
হে বিদায় বেলা, একফোঁটা জ্বালার মতন পুণ্য দুঃখবাদ
বুকে করে রাখতে শিখে গেছে খোলস ছাড়ার মুহূর্তরা।


◕ A platform for writers Details..

◕ Story writing competition. Details..All Pages     10    11    12    13    14    15    16    17    18    19    (20)     21   

ত্রিপুরার পটভূমিতে রচিত গোয়েন্দা গল্প:
মাণিক্য   
সর্দার বাড়ির গুপ্তধন রহস্য   
প্রেমিকার অন্তর্ধান রহস্য