Home   |   About   |   Terms   |   Contact    
Read & Learn
 

তৃষ্ণা

বাংলা প্রেমের কবিতা

- হরপ্রসাদ সরকার

All Pages     20    21    22    23    24    25    26    (27)     28   
তৃষ্ণা

আজ কিছু নেই গান
আমার রিক্ত বুকে-
সব হারালাম গো
চেয়ে তোমার চোখে।

প্রাণের হিয়ার পাখি
খুঁজে নিজ ভাষা-
কে নিয়ে গেল কেড়ে
তার অমাবস্যা?

ঝড় উঠে মনে
করে আঘাতে আঘাত
হল বুঝি সন্ধ্যায়
নতুন প্রভাত।

যত দেখি তোমায়
তত কাঁদিতে চাই-
এ প্রেমের তৃষ্ণা মোর
শত জনমে যেন না ফুরায়।
প্রেমের দিগন্ত

ধুয়ে মুছে যাক মম প্রেম
নবমীর রাতে-
শুরু হোক দ্বিগুণ উদ্যমে
দশমীর প্রাতে।

ঝরে পড়ুক লক্ষ্য তারা
মোর আঙ্গিনায়-
দুজনে মিলে শত জনম
যেন তাদেরই কুড়াই।

তুমি যদি থাকো ওগো
দাঁড়ায়ে মোর পাশে-
নতুন দিগন্ত রচিব প্রেমের
নতুন আকাশে।
আমার প্রেম

তোমাকেই ভালবাসি তাই
আকাশের চাঁদ জ্বলে সারারাত
আর ঝড়ে পড়ে তার জোছনা-

আমার হৃদয়ে যত আবেগ
ঝড় তুলে বয়ে যায়-
তাই দিয়ে আঁকে মেঘ, আকাশে আলপনা।

সবুজ ক্ষেতে দুলে দুলে
তোমার আঁচলের ছায়া-
যবে ঘুমিয়ে পড়ে সোনার ধানের ছোঁয়ায়-

দুটি নক্ষত্র খুঁজি আমি
গোপনে আধার রাতে
নিজ হাতে গোঁজে দিতে তোমার খোঁপায়। ■এত দেরী?

আমি চিনতে চেয়েছি তোমারে
তোমারি চোখ দিয়ে-
তোমার স্বপ্ন গড়া পৃথি দেখেছি
স্বপন হয়ে তব অন্তরে।

যেদিকে চাই শুধু আমিই আমি
ছেয়ে আছি তব মন মাঝে-
আজ তুমি নেই সে তুমি
বদলে গেছ অনেক আমার কাছে।

তব দুহাত জড়ায়ে
খুব কাঁদিতে চাই
কেন দেরী হয়েছিল এত
পাশে থেকেও চিনতে তোমায়?


Top of the page
All Pages     20    21    22    23    24    25    26    (27)     28   

ত্রিপুরার পটভূমিতে রচিত গোয়েন্দা গল্প:
মাণিক্য   
সর্দার বাড়ির গুপ্তধন রহস্য   
প্রেমিকার অন্তর্ধান রহস্য   

Top of the page