Home   |   About   |   Terms   |   Contact    
A platform for writers
 

তৃষ্ণা

বাংলা প্রেমের কবিতা

- হরপ্রসাদ সরকার

All Pages     20    21    22    23    24    25    26    (27)     28   
তৃষ্ণা

আজ কিছু নেই গান
আমার রিক্ত বুকে-
সব হারালাম গো
চেয়ে তোমার চোখে।

প্রাণের হিয়ার পাখি
খুঁজে নিজ ভাষা-
কে নিয়ে গেল কেড়ে
তার অমাবস্যা?

ঝড় উঠে মনে
করে আঘাতে আঘাত
হল বুঝি সন্ধ্যায়
নতুন প্রভাত।

যত দেখি তোমায়
তত কাঁদিতে চাই-
এ প্রেমের তৃষ্ণা মোর
শত জনমে যেন না ফুরায়।
◕ Send a story and get ₹ 200/- Details..
◕ Bengali Story writing competition. Details..

প্রেমের দিগন্ত

ধুয়ে মুছে যাক মম প্রেম
নবমীর রাতে-
শুরু হোক দ্বিগুণ উদ্যমে
দশমীর প্রাতে।

ঝরে পড়ুক লক্ষ্য তারা
মোর আঙ্গিনায়-
দুজনে মিলে শত জনম
যেন তাদেরই কুড়াই।

তুমি যদি থাকো ওগো
দাঁড়ায়ে মোর পাশে-
নতুন দিগন্ত রচিব প্রেমের
নতুন আকাশে।
আমার প্রেম

তোমাকেই ভালবাসি তাই
আকাশের চাঁদ জ্বলে সারারাত
আর ঝড়ে পড়ে তার জোছনা-

আমার হৃদয়ে যত আবেগ
ঝড় তুলে বয়ে যায়-
তাই দিয়ে আঁকে মেঘ, আকাশে আলপনা।

সবুজ ক্ষেতে দুলে দুলে
তোমার আঁচলের ছায়া-
যবে ঘুমিয়ে পড়ে সোনার ধানের ছোঁয়ায়-

দুটি নক্ষত্র খুঁজি আমি
গোপনে আধার রাতে
নিজ হাতে গোঁজে দিতে তোমার খোঁপায়। ■এত দেরী?

আমি চিনতে চেয়েছি তোমারে
তোমারি চোখ দিয়ে-
তোমার স্বপ্ন গড়া পৃথি দেখেছি
স্বপন হয়ে তব অন্তরে।

যেদিকে চাই শুধু আমিই আমি
ছেয়ে আছি তব মন মাঝে-
আজ তুমি নেই সে তুমি
বদলে গেছ অনেক আমার কাছে।

তব দুহাত জড়ায়ে
খুব কাঁদিতে চাই
কেন দেরী হয়েছিল এত
পাশে থেকেও চিনতে তোমায়?
◕ Send a story and get ₹ 200/- Details..
◕ Bengali Story writing competition. Details..Top of the page
All Pages     20    21    22    23    24    25    26    (27)     28   

ত্রিপুরার পটভূমিতে রচিত গোয়েন্দা গল্প:
মাণিক্য   
সর্দার বাড়ির গুপ্তধন রহস্য   
প্রেমিকার অন্তর্ধান রহস্য