Home   |   About   |   Terms   |   Contact    
A platform for writers

খারাপ সময়

-হরপ্রসাদ সরকার, ধলেশ্বর - ১৩, আগরতলা, ত্রিপুরা

All Stories   ◍    17    18    19    20    21    22    (23)     24   ◕ A platform for writers Details..

◕ Story writing competition. Details..


এই কিছুদিন আগের একটি সত্য ঘটনা। আমার তিন শিক্ষিত বন্ধু সাগর, বিশাল আর মিঠু নিজ নিজ ব্যবসায় খুব লোকসানে পড়ল। খুব লোকসান বলতে খুব লোকসান। জমা পুঁজি, ঘরের সোনাদানা সব তো শেষ হলই, সাথে ব্যবসাও বন্ধ হয়ে গেল। তারা যে কাজেই যায়, সেই কাজেই ক্ষতি আর ক্ষতি। এক টাকা লাভ হলে, দশ টাকা লোকসান। তারা ভেবেই পাচ্ছিল না, কি করবে না কি করবে। অগত্যা তিন যুবক-বন্ধুই ঘরে বসে গেল। খুব খারাপ সময়ের মধ্য দিয়ে তারা জীবন অতিবাহিত করতে লাগল। সবারই বৌ-বাচ্চা আছে ফলে পরিস্থিতি খুব খারাপ দাঁড়াল। ঘরে বসার কিছুদিনের মধ্যেই তিনি বন্ধু তিন রকমের কাজ করতে লাগল।

বিশালঃ- এই খারাপ সময়টাকে সে কিভাবে কাজে লাগবে তাইই ভাবতে লাগল। এই খারাপ সময়টা যেন বৃথা না যায়, এই ভেবে সে বহু কষ্ট করে একটা কম্পিউটার কিনে আনল। আর দিন-রাত, নিষ্ঠার সাথে খুব পরিশ্রম করে, কম্পিউটার নিয়ে পড়াশুনা করতে লাগল। এক পা, এক পা করে এগোতে এগোতে সে কিছুদিনের মধ্যেই কম্পোটারর সাগরে গিয়ে পড়ল। সে আর কম্পিউটার ছাড়ল না- কম্পিউটার ও তাকে ছাড়ল না। সে দ্রুত বেগে তার ভাল সময়ের দিকে দৌড়াতে লাগল, আর ভাল সময়টাকে আপ্রাণে পরিশ্রম করে নিজের দিকে টানতে লাগল।

মিঠুঃ- সে কিছুদিন হতাশ হয়ে ঘুরাঘুরি করে শেষে বিশালকে দেখে, বিশালেরই অনুকরণ করতে লাগল। তবে অন্য ভাবে। কম্পিউটারে তার মাথা ছিল না। সে একটা হাতের কাজ শিখতে শুরু করল। সে সেলাই মেশিন কিনে এনে সেলাই শিখতে লাগল। ছয় মাসেই সে নিজেকে সঠিক কাবিল বানিয়ে ফেলল। আর তার টুকটাক রোজগার ও শুরু হয়ে গেল।

সাগরঃ- সে সারাদিন ঠাকুর ঠাকুর করে ঠাকুর ঘরেই পরে থাকল। TV তে খেলা দেখে, খবর দেখে, দুই তিনটা পত্রিকা পড়ে, ম্যাগাজিন পড়ে সময় কাটাতে লাগল। সে আবার ব্যবসা শুরু করতে ভাল সময়ের অপেক্ষা করতে থাকল।

আজ প্রায় দুই বছর পরে, বিশাল এক বিরাট কম্পিউটারের ব্যবসার মালিক। তার দিন দুনি তো রাত চৌগুণ ব্যবসা বেড়ে চলছে। গাড়ি, বাড়ি সব লাইন ধরে তার দিকে আসতে লাগল। মিঠু ভাল দর্জির কাজ শুরু করল। কিছু টাকা জমতেই সে তার পুরানো ব্যবসা ও শুরু করল। এখন সে এক সাথে দুটি ব্যবসা চালাচ্ছে। সে চার পাঁচ জন কর্মচারীও রেখেছে। আর সাগর? তার ভাল সময় আজো এলো না। আজো সে বাড়িতে বসে TV দেখে, পত্রিকা পড়ে। ঘরে খুব অশান্তি। আর এই অশান্তির কারণে সে ঠাকুরের উপরে বিশ্বাস ও হারিয়েছে। আজ সে আর ঠাকুর ঘরে যায় না। তবে ব্যবসা শুরু করতে ভাল সময়ের অপেক্ষা ঠিকই করছে।◕ A platform for writers Details..

◕ Story writing competition. Details..All Stories     17    18    19    20    21    22    (23)     24