This article is regarding the Districts of Tripura.
Last updated on: 30th November 2016.
Language: Bengali.
Choose language:
English
Bengali
◕ পরিচয়
ত্রিপুরা ভারতের পূর্বোত্তরের একটি ক্ষুদ্র রাজ্য।
ইহার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৫৬' উঃ থেকে ২৪°৩২' উঃ এবং ৯১°১0' পূঃ থেকে ৯২°২১' পূঃ।
ইহা আয়তন প্রায় ১০,৪৯১ বর্গ কিমিঃ এবং ইহা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য।
আয়তনের দিক দিয়ে গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য। তারপর যথাক্রমে সিকিম ও ত্রিপুরার স্থান।
এখানে গরম কালের তাপমাত্রা সাধারণত ২৪ থেকে ৩৮°C পর্যন্ত থাকে। আর শীতকালের তাপমাত্রা থাকে
সাধারণত ১০ থেকে ২৭°C পর্যন্ত।
ত্রিপুরার রাজধানী হল আগরতলা। যদিও ত্রিপুরা পাহাড় পর্বতে ঘেরা তবু আগরতলা সমতল এলাকাতেই অবস্থিত।
ত্রিপুরার লোকসংখ্যা প্রায় ৩৭ লক্ষ্য।
এখানে জনবসতির প্রায় ৭০% হল বাঙালী এবং প্রায় ৩০% হল উপজাতি।
এখানকার সরকারী ভাষা হল বাংলা ও ককবরক।
২০১৫ সালের গণনা অনুসারে এখানে শিক্ষিতের হার ৯৬.৮ %।
লোকসভাতে ত্রিপুরার দুটি আসন আছে আর রাজ্যসভাতে আছে একটি আসন।
ত্রিপুরার সর্বমোট ৮ টি জেলা আছে। এই জেলা গুলি ২৩টি মহকুমাতে বিভক্ত।
ত্রিপুরাতে ১ টি মিউনিসিপল কাউন্সিল, ৪৫ টি ব্লক ও ১৫ টি নগর পঞ্চায়ত আছে।
◕ Send your story to RiyaButu.com and get ₹ 500/- Details..
◕ Bengali Story writing competition. Details..
◕ ত্রিপুরার জেলাগুলির নাম হলঃ-
১. উত্তর ত্রিপুরা জেলা
২. পশ্চিম ত্রিপুরা জেলা
৩. দক্ষিণ ত্রিপুরা জেলা
৪. খোয়াই
৫. ধলাই
৬. ঊনকোটি
৭. সিপাইজলা
৮. গোমতী
A) উত্তর ত্রিপুরা জেলা :- ১. ধর্মনগর ২. কাঞ্চনপুর
৩. পানিসাগর
B) পশ্চিম ত্রিপুরা জেলা :- ৪. সদর ৫. মোহনপুর
৬. জিরানিয়া
C) দক্ষিণ ত্রিপুরা জেলা :- ৭. শান্তিরবাজার
৮. বিলোনিয়া ৯. সাব্রুম
D) খোয়াই :- ১০. খোয়াই ১১. তেলিয়ামুড়া
E) ধলাই :- ১২. কমলপুর ১৩. আমবাসা
১৪. লংতরাই ১৫. গন্ডাছড়া
F) ঊনকোটি :- ১৬. কুমারঘাট ১৭. কৈলাশহর
G) সিপাইজলা:- ১৮. বিশালগড় ১৯. জম্পুইজলা
২০. সোনামুড়া
H) গোমতী :- ২১. উদয়পুর ২২. অমরপুর
২৩. করবুক
জেলা :- উত্তর ত্রিপুরা জেলা.
মহকুমা :- ধর্মনগর.
নগর পঞ্চায়ত :- ধর্মনগর নগর পঞ্চায়ত
ব্লক :- কদমতলা , যুবরাজ নগর.
জেলা :- উত্তর ত্রিপুরা জেলা.
মহকুমা :- কাঞ্চনপুর
নগর পঞ্চায়ত :- 0.
ব্লক :- দসদা, জম্পুই.
জেলা :- উত্তর ত্রিপুরা জেলা.
মহকুমা :- পানিসাগর
নগর পঞ্চায়ত :- 0.
ব্লক :- পানিসাগর, দামছড়া.
জেলা :- পশ্চিম ত্রিপুরা জেলা.
মহকুমা :- সদর
আগরতলা মিউনিসিপল কর্পোরেশন
নগর পঞ্চায়ত :- 0.
ব্লক :- ডুকলী.
জেলা :- পশ্চিম ত্রিপুরা জেলা.
মহকুমা :- মোহনপুর
নগর পঞ্চায়ত :- 0.
ব্লক :- মোহনপুর, হেজামারা, লেফুঙ্গ.
জেলা :- পশ্চিম ত্রিপুরা জেলা.
মহকুমা :- জিরানিয়া
নগর পঞ্চায়ত :- রানীরবাজার নগর পঞ্চায়ত
ব্লক :- জিরানিয়া, মান্দাই.
জেলা :- দক্ষিণ ত্রিপুরা জেলা.
মহকুমা :- শান্তিরবাজার.
নগর পঞ্চায়ত :- শান্তিরবাজার নগর পঞ্চায়ত
ব্লক :- বগাফা, জোলাইবাড়ী.
জেলা :- দক্ষিণ ত্রিপুরা জেলা.
মহকুমা :- বিলোনিয়া.
নগর পঞ্চায়ত :- বিলোনিয়া নগর পঞ্চায়ত
ব্লক :- ঋশ্বমুখ, রাজনগর.
জেলা :- দক্ষিণ ত্রিপুরা জেলা.
মহকুমা :- সাব্রুম.
নগর পঞ্চায়ত :- সাব্রুম নগর পঞ্চায়ত
ব্লক :- সাতচান্দ, রূপাইছড়া.
জেলা :- খোয়াই.
মহকুমা :- খোয়াই.
নগর পঞ্চায়ত :- খোয়াই নগর পঞ্চায়ত
ব্লক :- খোয়াই, তুলাশিখর, পদ্মবিল.
জেলা :- খোয়াই.
মহকুমা :- তেলিয়ামুড়া.
নগর পঞ্চায়ত :- তেলিয়ামুড়া নগর পঞ্চায়ত
ব্লক :- তেলিয়ামুড়া, কল্যাণপুর, মুঙ্গিয়াকামি.
জেলা :- ধলাই.
মহকুমা :- কমলপুর.
নগর পঞ্চায়ত :- কমলপুর নগর পঞ্চায়ত
ব্লক :- সালেমা, দূর্গা চৌমুনী.
জেলা :- ধলাই.
মহকুমা :- আমবাসা.
নগর পঞ্চায়ত :- আমবাসা নগর পঞ্চায়ত
ব্লক :- আমবাসা.
জেলা :- ধলাই.
মহকুমা :- লংতরাই.
নগর পঞ্চায়ত :- 0.
ব্লক :- মনু , ছামনু.
জেলা :- ধলাই.
মহকুমা :- গন্ডাছড়া
নগর পঞ্চায়ত :- 0.
ব্লক :- ডুম্বুর নগর.
জেলা :- ঊনকোটি.
মহকুমা :- কুমারঘাট.
নগর পঞ্চায়ত :- কুমারঘাট নগর পঞ্চায়ত
ব্লক :- কুমারঘাট, পেচারথল.
জেলা :- ঊনকোটি.
মহকুমা :- কৈলাশহর.
নগর পঞ্চায়ত :- কৈলাশহর নগর পঞ্চায়ত
ব্লক :- গৌর নগর.
জেলা :- সিপাইজলা.
মহকুমা :- বিশালগড়.
নগর পঞ্চায়ত :- বিশালগড় নগর পঞ্চায়ত
ব্লক :- বিশালগড়.
জেলা :- সিপাইজলা.
মহকুমা :- জম্পুইজলা.
নগর পঞ্চায়ত :- 0.
ব্লক :- জম্পুইজলা.
জেলা :- সিপাইজলা.
মহকুমা :- সোনামুড়া.
নগর পঞ্চায়ত :- সোনামুড়া নগর পঞ্চায়ত
ব্লক :- মেলাঘর, কাঁঠালিয়া , বক্সনগর.
জেলা :- গোমতী.
মহকুমা :- উদয়পুর.
নগর পঞ্চায়ত :- উদয়পুর নগর পঞ্চায়ত
ব্লক :- মাতাবাড়ি, কাকড়াবন, কিল্লা.
জেলা :- গোমতী.
মহকুমা :- অমরপুর.
নগর পঞ্চায়ত :- অমরপুর নগর পঞ্চায়ত
ব্লক :- অমরপুর, অম্পী.
জেলা :- গোমতী.
মহকুমা :- করবুক.
নগর পঞ্চায়ত :- 0.
ব্লক :- শিলাছড়ী.
◕ Send your story to RiyaButu.com and get ₹ 500/- Details..
◕ Bengali Story writing competition. Details..
Top of the page