Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

Quiz in Bengali

Quiz in Bengali

Pages:     1     2     3     4     5     6     7    

Choose Language:     English     Bengali

◕ Page:5
Choose Language:     English     Bengali

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------

1. দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা কি নামে চিনি?
উঃ- বিক্রমাদিত্য।

2. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘তাসের দেশ’ নাটকটি কাকে উৎসর্গ করেছেন?
উঃ- নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেছেন।

3. নখ পালিশ ব্যবহারের আগে কেন হাতে ভিনিগার ব্যবহার করা হয়?
উঃ- নখ পালিশ ব্যবহারের আগে কেন হাতে ভিনিগার ব্যবহার করলে রং দীর্ঘস্থায়ী হয়।

4. দুর্ঘটনা এড়ানোর জন্য কোন দেশে প্রথম মুল রাস্তার পাশে Mobile phone side walk lane তৈরী হয়?
Ans: চীন।

5. ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?
হীরাকুদ বাঁধ। কোথায়ঃ?
গঙ্গা যমুনা একটি প্রচলিত এবং জনপ্রিয় শাড়ি। এর বিশেষত্ব কি?
উঃ- এই শাড়ির উপরের এবং নীচের পাড়ের রং আলাদা।

6. মহাবল্লীপুরম মন্দিরটি কোন রাজাদের শাসন কালে তৈরী করা হয়?
উঃ- পল্লব রাজাদের আমলে।

7. ভারতের কোথায় সর্বপ্রথম খনিজ তেলের সন্ধান পাওয়া যায়?
উঃ- ডিগবয়।

8. ভারতে CAG কে নিয়োগ করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।

9. ভারতের কোথায় সর্বপ্রথম সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পোষ্ট অফিস চালিত হয়?
উঃ- নিউ দিল্লী।

10. সানাই কথাটির আক্ষরিক অর্থ কি?
উঃ- সানাই শব্দটি এসেছে পার্সি শব্দ থেকে। পার্সি ভাষায় সানাই মানে সম্রাটের বাঁশি। ‘সাহ’ মানে সম্রাট আর ‘নাই’ মানে বাঁশি।

11. ভারতীয় টাকার নোটে বর্তমানে ( ২০১৬ ) কয়টি ভাষা লেখা আছে?
উঃ- ১৫টি।

12. প্রাচীন ভারতের কোন বিখ্যাত সম্রাট তার শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন?
উঃ- সম্রাট চন্দ্রগুপ্ত।

13. ভারতের ‘সত্যমেভ জয়তে’ কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া?
উঃ- মুন্ডোকপনিষদ।

14. স্বাধীনতার পর ভারতের প্রথম জেনারেল ইলেকশন কবে হয়?
উঃ- ১৯৫২ সালে। মোট ৫৫টি পার্টি সেই ইলেকশনে অংশ গ্রহণ করেছিল।

15. বর্তমানে (২০১৬) ভারতের কোন রাজ্য ধূমপান বর্জিত রাজ্য?
উঃ- হিমাচল প্রদেশ।

16. কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের করব-স্থান উওর প্রদেশের গাজিয়াবাদে আছে?
উঃ- লর্ড কর্নওয়ালিস।

17. শাহজাহানের আমলে কোন উৎসব কে ‘ঈদ –এ- গুলাবী’ বলা হত?
উঃ- হলী।

18. কি করলে পিয়াজ কাটার সময় চোখে জল আসে না?
উঃ- চুইংগাম চিবালে।

19. কাপড়ে চুইংগাম আটকে গেলে কি করে তাকে ছাড়ানো যায়?
উঃ- সেই কাপড়কে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখেদিলে চুইংগাম আপনিই আলাদা হয়ে যায়।

20. রোমান অক্ষরে কোন সংখ্যা লেখা যায় না?
উঃ- ০ (শূন্য)

## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717