Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

Quiz in Bengali

Quiz in Bengali

Pages:     1     2     3     4     5     6     7    

Choose Language:     English     Bengali

◕ Page:6
Choose Language:     English     Bengali


-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------

1.উটি কোন পর্বতে অবস্থিত?
উঃ- নীলগিরি।

2. শীতল ষষ্টী কবে পালন করা হয়?
উঃ- সরস্বতী পূজার পরের দিন।

3. ভারতীয় বংসদ্ভোত আমেরিকান, যিনি প্রথম মিস আমেরিকা হয়েছেন?
উঃ- নীনা দাভোলোরি (Nina Davaluri). উনি ২০১৪ সাথে মিস আমেরিকান হন।

4. ভারতের প্রথম ‘ঘুরি মিউজিয়াম' কোথায়?
উঃ- আমেদাবাদ।

5. ‘আম্মা পেয়-জল’ কিসের নাম?
উঃ- তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ২০১৩ সালে ১০টাকা প্রতি লিটার পরিস্রুত খাবার জলের বোতল প্রকল্প চালু করেন। এই প্রকল্পের নাম ছিল ‘আম্ম পেয়-জল’।

6. পৃথিবীতে কত শতাংশ লোক হিন্দী ভাষায় কথা বলে?
উঃ- প্রায় 40% ।

7. কার শাসনকালে চেঙ্গিস খাঁ ভারতের সীমানায় আক্রমণ করেন?
উঃ- ইলতুতমিস।

8. অমিতাভ বচ্চন ছাড়া আর কোন ভারতীয় হিন্দী সিনেমার মহা-তারকা কোলকাতাতে কর্মজীবন শুরু করেছিলেন?
উঃ- অক্ষয় কুমার

9. পৃথিবীর কোন দেশ কলা উৎপাদনে প্রথম?
উঃ- ভারত।

10. সিনেমা জগতে ‘বক্স অফিস’ কথাটি ব্যবহৃত হয়। এই ‘বক্স অফিস’ কথাটির অর্থ কি?
উঃ- টিকিট কাউন্টার।

11. বাঙ্গালী মহিলারা আটপৌড় শাড়ী পড়েন। এই আটপৌড় শাড়ী কথাটির অর্থ কি?
উঃ- যে শাড়ী সারাদিন পড়া যায়।

12. ভারতে কখন কাগজের মুদ্রার প্রচলন হয়?
১৮৬১ সালে। 13. ফুলের ঘাটি কোন স্থানে?
উঃ- ছামোলী

14. ভারতে খাদ্য সুরক্ষা বিল কবে পাস হয়?
উঃ- ২৬শে আগস্ট ২০১৩।

15. ভাষা অনুসারে ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠন কখন হয়?
উঃ- ১৯৫৬ সালে।

16. সিপাহী বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ- ডিজরায়নী

17. মহাত্মা বুদ্ধ তাঁর প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন?
উঃ- সারনাথ

18. চীনের পরিব্রাজক ফা হিয়ান কোন রাজার আমলে ভারতে আসেন?
উঃ- বিক্রমাদিত্য ( দ্বিতীয় চন্দ্রগুপ্ত )

19. খাজোরাহ মন্দির কে নির্মাণ করেন?
উঃ- চন্দেল বংশের রাজারা খাজোরাহ মন্দির নির্মাণ করেন।

20.‘ভ্রমর’ এই ছদ্মনামটিতে কোন লেখক লিখতেন?
উঃ- সমরেশ বসু।


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717