Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

Current Affairs on Tripura

Current Affairs on Tripura

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------



রান ফর গ্রিন আগরতলা
২৩ শে জুন ২০১৯, রবিবার অনুষ্ঠিত হল 'রান ফর গ্রিন আগরতলা'। সবুজ ও নির্মল ত্রিপুরার লক্ষ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবের হাত ধরে এই অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানেরই অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ২২শে জুন, শনিবার ত্রিপুরার গোমতী জেলার বাগমা থেকে কড়ইমুড়া পর্যন্ত জাতীয় সড়কের দুই পাসে প্রায় ছয় হাজার চারাগাছ লাগানো হয়।

ত্রিপুরার জল উৎসব
রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতি এবং ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে নীরমহলের রাজঘাটে প্রতিবছর ভাদ্র মাসের আশে পাশে দুই তিন দিন ব্যাপী জল উৎসব ও অনুষ্ঠিত হয়। এই জল উৎসবে মনসামঙ্গল প্রতিযোগিতা, বাউল সঙ্গীত প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়াও প্রতিদিন সন্ধ্যায় রাজ্য ও বহি-রাজ্যের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এই উপলক্ষে দেশ বিদেশের প্রচুর পর্যটক উপস্থিত হন।

■ ১লা সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের বৈঠকে জমাতিয়া সমাজের কাষ্টমারি ল বা প্রথাগত আইনকে আইনি বৈধতা প্রদান করে একটি বিল পাশ করা হয়।

ত্রিপুরার এডিসি , ষষ্ঠ তপশিল, ADC in Tripura
১৮.০৮.১৯৮৪ তারিখে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কার্যকর ভূমিকায় লোকসভায় ত্রিপুরার জন্য ষষ্ঠ তপশিল বিলটি পাশ হয়।
২৩.০৮.১৯৮৪ তারিখে বিলটি পার্লামেন্টের রাজ্যসভায় পাশ হয়। ফলস্বরূপ রাজ্যে ষষ্ঠ তপশিল মোতাবেক এডিসি গঠিত হয়।
২৩শে আগস্ট, এই দিনটিকেই ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক দল ষষ্ঠ তপশিল দিবস হিসেবে পালন করে থাকেন।


ত্রিপুরার জাতীয় সড়ক
ত্রিপুরার জাতীয় সড়ক বর্তমানে ত্রিপুরার ৬টি সড়ক, জাতীয় সড়ক হিসাবে ঘোষিত। ভারতের কেন্দ্রীয় সরকার আরও ৪টি সড়ককে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন।

ত্রিপুরার ভাদ্র মেলা
প্রতি বছর ভাদ্র মাসের ভাদ্র আমবশ্যার আগে ত্রিপুরার কসবা কালীবাড়িতে মহা ধুমধাম করে ভাদ্র মেলা অনুষ্ঠিত হয়।
এই মেলাতে জাতি ধর্ম নির্বিশেষে ভারত-বাংলাদেশের প্রচুর লোক সমাগম হয়।
এই বছর ২০.০৮.২০১৭ তারিখে কসবা কালীবাড়িতে ২ দিন ব্যাপী ভাদ্র মেলা শুরু হয়েছে।


ত্রিপুরার মৈত্রী সেতু
সাব্রুমের নবীনপাড়ার পাশে ফেনী নদীর উপর ভারত-বাংলাদেশের মধ্যে এই মৈত্রী সেতু ভারত সরকার নির্মাণ করবে।
এই সেতু নির্মাণ করবে গুজরাতের NHIDCL company.


মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ১১০ তম জন্ম বার্ষিকী
এ বছর ( ২০১৭ ) মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ১১০ তম জন্ম বার্ষিকী পালিত হয়।
এই উপলক্ষে ভারত সরকার মহারাজার নামে ডাক টিকিট চালু করতে চলেছেন। ১৯০৮ সালের ১৯শে মহারাজা বীর বিক্রম জন্ম গ্রহণ করেন। তিনি ১৯২৩ সালে সিংহাসন আরোহণ করেন। তিনি ছিলেন ত্রিপুরার শেষ রাজা।


■ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ত্রিপুরার কোথায় স্টেডিয়াম তৈরী হচ্ছে?
আগরতলার নরশিং গড়ের টি আই টি গ্রাউন্ডে। ► Sports of Tripura



## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717