Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

ত্রিপুরার রাজধানী এক্সপ্রেস

Rajdhani Express in Tripura

Choose language:   English     Bengali

◎ All Articles On Tripura     ◎ All Other Articles

This article is regarding the Rajdhani Express in Tripura.
Last updated on: .
Language: Bengali.
Choose language:   English     Bengali



◕ ত্রিপুরায় রাজধানী এক্সপ্রেস

২৮-১০-২০১৭: শনিবার, আগরতলা যুক্ত হয়ে গেল রাজধানী এক্সপ্রেসের মানচিত্রে। গৌহাটি, ইটানগরের পর আগরতলা হল উত্তর পূর্ব ভারতের তৃতীয় রাজধানী শহর যা রাজধানী এক্সপ্রেসের সাথে যুক্ত হল। এদিন বেলা ২.৩০ মিনিটে এটি আগরতলা থেকে দিল্লীর উদ্দেশ্য যাত্রা শুরু করে। রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই সবুজ পতাকা নেড়ে রাজধানী এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রার সূচনা করেন। আগরতলা থেকে আনন্দবিহার পর্যন্ত দূরত্ব প্রায় ২৪৫৭ কিমি পথ রাজধানী এক্সপ্রেস প্রায় ৪০ ঘণ্টা ৫০ মিনিটে পাড়ি দেবে। এর গড় গতি থাকবে প্রায় ৫৯ কিমি প্রতি ঘণ্টা। এই রাজধানী এক্সপ্রেসটির নাম আগরতলা-আনন্দবিহার এক্সপ্রেস।

২৮শে অক্টোবর ২০১৭, শনিবার রাজধানী এক্সপ্রেসের শুভ সূচনা হলেও নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় ৬ই নভেম্বর, সোমবার থেকে। প্রতি সোমবার ও বুধবার এই রেল চলাচল করবে। রাজধানী এক্সপ্রেস সহ এ নিয়ে ত্রিপুরাবাসী মোট নয়টি ট্রেন পেলো। ত্রিপুরার মধ্যে আগরতলার পর রাজধানী এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ হল ধর্মনগর।