Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

কলকাতা-ঢাকা রেল যোগাযোগ

Trains Between Kolkata & Dhaka

◎ All Articles On Tripura     ◎ All Other Articles

This article is regarding the Trains between Kolkata & Dhaka.
Last updated on: .
Language: Bengali.


◕ কলকাতা-ঢাকা রেল যোগাযোগ

কলকাতা - ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালু হয় ২০০৮ সালের ১৪ এপ্রিল।

কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস চালু হয় ২০১৭ সালের ০৯ই নভেম্বর।

০৯-১১-২০১৭, বৃহস্পতিবার: চালু হল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( দিল্লির ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ) , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ঢাকায় গণভবন থেকে ) এবং কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ( হাওড়ায় তার কার্যালয় নবান্ন থেকে ) এই রেলের শুভ সূচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করা হয় দিল্লি থেকে। একই সঙ্গে এদিন উদ্বোধন করা হয় ঢাকা-চট্টগ্রাম রেলপথের দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেলসেতুর। ভারতের ঋণ সহায়তায় তৈরি হয়েছে এই দুটি সেতুর।

শুভ সূচনা হলেও নিয়মিত ভাবে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস পরিষেবা চালু হবে ১৪ই নভেম্বর থেকে। এই এক্সপ্রেস চলবে বেনাপোল- পেট্রাপোল সীমান্ত দিয়ে। প্রতি সপ্তাহের মঙ্গলবার এই এক্সপ্রেস চলবে। এই রেলপথের দূরত্ব হবে প্রায় ১৭২ কিলোমিটার। এর মধ্যে ভারতের অংশের দূরত্ব ৯৫ কিলোমিটার। সময় লাগবে ৪ ঘণ্টা ৫০ মিনিট।

দেশ ভাগের আগে এই পথে শিয়ালদহ থেকে যশোর ও খুলনা পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলত। এই লাইন দিয়েই প্রায় ৫২ বছর আগে নিয়মিত যাতায়াত করত যাত্রী-ট্রেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই রেল যাতায়াত বন্ধ হয়ে যায়। ৫২ বছর পর 'বন্ধন' এক্সপ্রেস আবার শুরু হল, শুরু হল পুনরায় কলকাতা-খুলনা রেল যাতায়াত।

নতুন ভাবে বাংলাদেশের সাথে রেল যোগাযোগের জন্য আরও কয়েকটি রেল প্রকল্পে কাজ চলছে। সেগুলি হল, আগরতলা-আখাউড়া, চিলাহাটা-হলদিবাড়ি এবং অসমের করিমগঞ্জ-সাহাবাদপুর।