Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

বিভেদের দেয়াল

স্বরচিত গল্প প্রতিযোগিতার ( নগেন্দ্র সাহিত্য পুরস্কার , ২০২১) একটি নির্বাচিত গল্প

All Bengali Stories    95    96    97    98    99    100    101    102    (103)     104    105    106   

-------- বিজ্ঞপ্তি ----------
■ 'নগেন্দ্র সাহিত্য পুরস্কার - মে, ২০২৪' স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা, ( প্রতি বছর মে মাসে ) Result
--------------------------



বিভেদের দেয়াল

লেখক - মুতাছিম নয়ন, পিতা - জিএম আছাফুর রহমান, চাঁদখালী, পাইকগাছা, খুলনা, বাংলাদেশ

স্বরচিত গল্প প্রতিযোগিতার ( নগেন্দ্র সাহিত্য পুরস্কার , 2021) একটি নির্বাচিত গল্প


20 th June, 2021

## বিভেদের দেয়াল
( এক )

শুধু অন্ধ রোগীদের জন্য নয় বরং সুস্থদের জন্যেও যে চশমা খুবই উপকারী সে সম্পর্কে বাবাকে বোঝাচ্ছিলাম। কারণটা খুবই স্পষ্ট, আমার একটা চশমা দরকার। হঠাৎ রান্নাঘর থেকে মায়ের কড়া গলা অগ্নিবর্ষণ শুরু করলো, "ওসব আমরা বুঝি। ভাব কম মারো। বই কেনার কাঁড়ি-কাঁড়ি টাকা নিয়ে এতদিন কোন গর্তে পুরেছো জানি না মনে হয়?"

আমি মুখে হাঁসি নিয়ে চশমার উপকারিতার বর্ণনা অর্ধেকটা বস্তায় রেখেই বাবার কাছ থেকে উঠে গিয়ে সাব্বিরকে ফোন দিলাম, "দোস্ত একটা তদন্ত কমিটি গঠন করা একান্ত জরুরী।"

"কোন বিষয়ে?"

"অনামিকা আর আমার প্রেমের খবর মায়ের কাছে কীভাবে পৌঁছল, এই বিষয়ে। এর আগে মা একদিন হঠাৎ বলেছিল, 'প্রেম করার জন্য আর মেয়ে পেলি না? একটা হিন্দু মেয়ে, ছি ছি!'"

( দুই )

রোজার মাসে ফজরের নামাজ শেষে ঘুমালে আর উঠতেই মন চায় না। পূর্ব দিগন্তে সূর্য দেবতা উদয়নের লোভনীয় দৃশ্য, প্যাচার ক্যাচোর-ম্যাচোর, দোয়েলের সুমধুর গান, দখিনার মনোরম হাওয়া প্রভৃতিকে জলাঞ্জলি দিতে হয় সকালের ঘুমের কাছে। কিন্তু আজ দৃশ্যপট ভিন্ন। ঘুমে চোখ মেলাতে পারছি না, কিন্তু গভীর ঘুমে যেতে পারছি না বারান্দায় মায়ের সাথে এক মহিলার তর্কাতর্কি আর বকাবকিতে! শুনলাম মহিলাটি মা'কে অনুযোগ করছে, তার মেয়ের সাথে তার জামাই ভালো ব্যবহার করে না, "হুজুর মাইনসের মন থাকবে নরম, কিন্তু ভাবি, ওর ব্যবহার শুনলে তুমি অবাক হয়ে যাবা।"

"তুমরা ভুল বুঝছো তাকে," মা বলল।

"ভুল বুঝেছিলাম বিয়ে দেওয়ার সময় ভাবি, ভেবেছিলাম আলেমের সাথে বিয়ে দিলে মেয়ে শান্তিতে থাকবে। শার্ট প্যান্ট পরা মানুষ সবসময় খারাপ হয় না, ভাবি। আর পায়জামা পাঞ্জাবি পরা মানুষও সবমসময় ভালো হয় না।"

মা সামান্য মুখ ঘুরিয়ে বলল, "ও আমি বুঝি, আমার ঘরেও একটা শার্ট প্যান্ট পরা মানুষ আছে, তার কুকীর্তি শুরু হয়ে গেছে। দেখছি তো..."

বুঝলাম, অনামিকার প্রসঙ্গে চলে গেছে মা। আমি ফ্যানের মডারেটর ঘুরিয়ে ধপাস করে শুয়ে পড়লাম। আজ আর উঠবোই না প্রতিজ্ঞা করলাম!

( তিন )

আমার গলার সুর খুব একটা ভালো না। জীবনে প্রচুর গান শুনেছি। কিন্তু কারোর সামনে একটা কলিও গাই নি। তবে একটা জায়গায় আমি বাধ্য। কুরআন পড়তে! এখানে আমার ভীষণ লোভ! এটা পড়তে কোনও লজ্জা তো লাগেই না, উল্টো প্রশংসা কুড়াই! কুরআন এমনই। মানুষকে সম্মান দান করে। তো একদিন কুরআন পড়তেছি খুব মনোযোগী হয়ে। হঠাৎ বারান্দায় একটা ময়লাযুক্ত দন্তের ভিখারি এসে চাউল চাইলো। দৌড়ে গিয়ে মায়ের ঘর থেকে চাউল নিয়ে আসলাম। পরিমাণে একটু বেশি দিয়ে বললাম, "কাকিমা, একটু বেশি দিলাম, ওটা ঈদ বোনাস! বুঝলা?" বুড়িটা একটা মনোরম হাসিমাখা মুখ নিয়ে চলে গেল। মা নামাজ পড়ছিল। এসে আমাকে বলল, "কুরআন পড়তে-পড়তে এই ছোট-খাটো কাজে কেউ ওঠে? জাহান্নামে যাবি জাহান্নামে!"

( চার )

গবেষণা করলে দেখা যাবে শতকরা আশি ভাগ যুবকের বাইক ড্রাইভিং-য়ে মাদকতা আছে। আমারও আছে। তখন নতুন, কেবল শিখেছি। মেইন রোডে উঠে গ্যায়ার বাড়াতে লাগলাম। বাইকের গতি যত বাড়ে আমার আনন্দ তত বাড়ে। আমি স্পিড বাড়াতেই থাকি। একসময় হঠাৎ প্রাপ্তবয়স্ক একটা ছাগল চলে আসলো রাস্তার মাঝখানে, আমার বাইকের ঠিক সামনে। আমি ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে। ডানে তাকিয়ে দেখলাম অনামিকা আর আমার মা পাশাপাশি বসে আছে। আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। একটা হিন্দু মেয়ে অনামিকার সাথে আমি প্রেম করতাম বলে মা আমাকে প্রচণ্ড ঘৃণা করতো। আজ হল টা কী? চোখ মুছে পুনরায় তাকিয়ে পুনরায় অবাক হলাম। জানতে পারলাম, অনামিকার দানকৃত রক্তের মইতে চড়ে মা বিভেদের দেয়ালগুলো টপকে ফেলেছেন।
( সমাপ্ত )


Next Bangla Story

All Bengali Stories    95    96    97    98    99    100    101    102    (103)     104    105    106   


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717