Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

আরো দাও প্রাণ

বাংলা গল্প

All Bengali Stories    109    110    111    112    113    114    115    116    117    118    (119)     120    121   

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------



আরো দাও প্রাণ
বাংলা গল্প
লেখক - অভিজিৎ পাল, বাবা- মানিক পাল, দঃ চন্দ্রপুর, উদয়পুর, ত্রিপুরা


6 th August, 2021

## আরো দাও প্রাণ
"ভালো করে নিজের খেয়াল রাখবি কিন্তু। শরীরের যত্ন নিবি ঠিকঠাক। ঘরে জ্বর, সর্দি-কাশির ঔষধ সব সময় রাখবি, আর তোর জন্য আমের আঁচার করছি, বাড়ি এলে খাবি.... "

মায়ের সাথে ভিডিও কলে কথা হল আজ অনেক দিন পর। প্রাইভেট কর্পোরেট সেক্টরের চাকরি, তাই সারাক্ষণই ফোনে লেগে থাকতে হয় আকাশকে। সারাদিন অফিস শেষ করে ঘরে এসেও রাতে অফিস নিয়ে বসতে হয়‌। যা পড়াশোনা করেছে তাতে নিজের রাজ্যে চাকরি পায়নি, তাই স্বপ্ন পূরণের লক্ষ্যে পাড়ি দিতে হয়েছে বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অন্য একটি রাজ্য।

অফিসে সকলের সাথে ভালো ব্যবহার আর সততা ও একনিষ্ঠতার জন্য অল্প কদিনেই সকলের মন জয় করে‌ নিয়েছে আকাশ। কিন্তু এই মহামারীর সময়ে যে কেউ কারো আপন নয়, চারদিকে মহামারীর হাহাকার, শুধু মৃত্যুর মিছিল; শ্মশানগুলোতে যায়গা হচ্ছে না, হাসপাতালগুলোতে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, এ অবস্থাতেও অফিস বন্ধ নেই, প্রতিদিনই বেরুতে হচ্ছে শহরে।

আজ তিন-চার দিন হয়ে গেলো কৃষ্ণ বাবু অফিসে আসছেন না, নানা কাজে আর মনে থাকে না ওনার খোঁজ নিতে, ভাবলো আজ সে নিজেই একবার কৃষ্ণ বাবুর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসবে। অফিস শেষে আজ বেড়িয়ে পড়ল কৃষ্ণ বাবুর বাড়ির দিকে। ওখানে পৌঁছুতেই দেখে বাড়ির সদর দরজায় বড়ো একটা তালা ঝুলছে। প্রতিবেশী দের জিগ্যেস করতে ওরা বলল, কৃষ্ণ বাবু করোনাতে মারা গেছে দুদিন আগে। ওনার পরিবার এ বাড়ি ছেড়ে চলে গেছে নিজেদের গ্রামের বাড়িতে। থমকে রইলো আকাশ, যেন মাথায় পুরো আকাশটা ভেঙে পড়ল।

"হে ঈশ্বর তুমি এত নিষ্ঠুর! এই ভালো মানুষটিকে এত তাড়াতাড়ি নিয়ে নিলে!!"

অফিসে একসাথে যাওয়া আসা, ফাঁকা সময়ে একসাথে বসে গল্প করা, একসাথে বসে লাঞ্চ করা; সব স্মৃতিগুলো যেন একে-একে ভেসে আসছিলো তার মনে। আর সেই সাথে দু-চোখের কোন বেয়ে অঝর ধারায় বইতে লাগলো অশ্রু। ওপরের আকাশের দিকে তাকিয়ে দু-হাত জোড় করে বলল, "ও পারে ভালো থাকবেন কৃষ্ণ বাবু..."

নিজের একেবারে ঘনিষ্ঠ লোকটিকে হারিয়ে প্রচণ্ড ভেঙে পড়ল আকাশ, মন থেকে সাহস পাচ্ছিলো না কিছু করতে, ভাবছে চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে। কিন্তু পরক্ষণেই মনে পড়ল বাড়িতে বাবা, মা, ভাই বোন ওরা কিভাবে চলবে? সংসারের একমাত্র উপার্জক তো সে-ই। না: চাকরি ছেড়ে ঘরে বসে থাকলে তো হবে‌ না। যথারীতি মন শক্ত করে আবার পরদিন বেড়িয়ে পড়ল অফিসের দিকে। ইতিমধ্যে করোনার প্রকোপ আরো বেড়ে গেলো, ছেয়ে গেলো ওর অফিসের আশে-পাশের সমস্ত জায়গায়, বাদ পড়লো না ওর অফিসটা ও। একাধিক লোকের পজিটিভ ধরা পরেছে, এবার অফিসও বন্ধ করে দিয়েছে। মাইনে পত্র যার যেটা বাকি ছিল সেটা মিটিয়ে সবাইকে চলে যেতে বলা হয়েছে। মূহুর্তের মধ্যে সমস্ত কিছু যেন পাল্টে গেলো। কি করে সংসার চালাবে এবার? বোনের বিয়ে, বাবার চিকিৎসার খরচ কোথা থেকে জোগাড় করবে আকাশ? এই সময় কোথাও যে চাকরি নেই, মধ্যবিত্ত সংসারের ঘানি টানতে কিছু টাকা-পয়সা সেভিংস ও করতে পারেনি। এখন ফ্লাইটও সব বন্ধ, মাস গেলেই ভাড়া দিতে না পারলে মালিক ঘর থেকে তাড়িয়ে দেবে। এসব কিছু ভেবে-ভেবে চোখ-মুখ অন্ধকার হয়ে আসছে আকাশের। কোন পথই দেখতে পারছে না, সামনে যেন ঘোর বিপদ। তবে কি এসব থেকে বাঁচার একটাই উপায়... হ্যাঁ, আর সমস্ত রাস্তাই ওর কাছে বন্ধ হয়ে এসেছে আর কোন‌ও উপায় নেই। আলনা থেকে গামছাটা নিয়ে সিলিং ফ্যানে বাঁধল। বার-বার মনে পরছিল বাবা, মা ভাই, বোনদের কথা, আর ঈশ্বরকে বলছে, "হে ঈশ্বর পরের জন্মে আমায় বড়লোক ঘরে জন্ম দিও..." এদিকে ফোনটা বেজেই চলেছে। আকাশের ওদিকে করোনার কি পরিস্থিতি সেটা জানতে মা ফোন করছিলো। নজর গেলো ফোনটার দিকে, বার-বার ফোনের ডিসপ্লেতে লেখা আসছে "Calling Maa." পারলো না, এই মানুষগুলিকে ছেড়ে এই অকালে চলে যেতে পারলো না আকাশ। এবারও বুঝেছে, ওর বাবা-মায়ের ওকে বড়ই দরকার। তাদের জন্যই ওকে বেঁচে থাকতে হবে। যত দুঃখ, কষ্ট-যন্ত্রণা যাই আসুক সবকিছুকে জয় করে এগিয়ে যেতে হবে সামনের দিকে।

গলা থেকে গামছাটা খুলে চুপ করে বসে রইলো আকাশ। ঠিক সেই সময় আকাশের ঘরের জানালা দিয়ে মৃদু হারমোনিয়ামের সুরে ভেসে আসছিলো,
"প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে,
মোরে আরো-আরো-আরো দাও প্রাণ।
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে,
মোরে আরো-আরো-আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে,
মোরে আরো-আরো-আরো দাও স্থান।
মোরে আরো-আরো-আরো দাও প্রাণ।।"
( সমাপ্ত)


Next Bangla Story

All Bengali Stories    109    110    111    112    113    114    115    116    117    118    (119)     120    121   


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717