Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

নো স্মোকিং

বাংলা গল্প

All Bengali Stories    122    123    124    125    126    127    (128)     129    130   

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------



নো স্মোকিং
বাংলা গল্প
লেখিকা - চন্দনা দে সরকার


## নো স্মোকিং
মনীষা বিছানায় আধশোয়া, আলতো করে পা দুটো বালিশে তোলা, আধো ঘুমে ক্লান্তিতে চোখ বুজে আসছে, কিন্তু মাথাটার অসহ্যতা, তার ক্রিয়া বিভ্রাটের কথা সব সময় জানান দিচ্ছে। মাথার আর দোষ কোথায়, ক্ষমতার বাইরে গিয়ে তো আর কাজ করবে না। হঠাৎ মনীষার চোখ পড়ে গেল খাটের সোজা আয়নাটার দিকে, মনীষার ঠোঁটের উপর কালো তিলটা এখন শুকিয়ে যাওয়া মুখটায় আরও বেশী স্পষ্ট।

মনীষার মনে পড়ে গেল, সুপ্রিয় যখন প্রেমের প্রস্তাব দিল, বলেছিল ওর কাছে সবচেয়ে আকর্ষণীয় ঐ তিলটা। মনীষা ঐ প্রস্তাব গ্রহণ করেছিল।

সুপ্রিয় এম.বি.এ করার পর চাকরী, পরিণাম বিবাহ। মনের মানুষকে পুরো পাওয়ার আনন্দে ভরপুর ছিল ওরা। মনীষাকে আদর করার সময়, মনীষার ঠোঁট দুটোকে তিল সমেত সুপ্রিয় নিজের ঠোঁটের মধ্যে পুরে নিতো। তিলটার কদর সুপ্রিয়র কাছে বরাবর বেশী ছিল। হঠাৎ চমকে উঠলো মনীষা, একটা গোঙানির আওয়াজ! বিছানায় শুয়ে ছটফট করছে সুপ্রিয়, চিৎকার করার শক্তি আর নেই। কেমো দেওয়ার পর সে আর ঠোঁট দুটি নাড়াতে পারছে না। মনীষার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল সুপ্রিয়। একফোঁটা জল চোখ বেয়ে নেমে আসছে; ডান চোখ বেয়ে। ডানপাশে কাত হয়ে শুয়ে আছে সুপ্রিয়। মনীষা দেখল অপরাহ্ণের আলো বট গাছটা ঢেকে রেখেছে, সূর্য ডোবা দেখা যাচ্ছে না। কিন্তু সূর্য তো ডুববেই, মিছিমিছি বট গাছটা মনীষাকে অন্তরালে রাখছে।

মনীষা পশ্চিম দিকে বারান্দার চেয়ারে বসে পড়লো। মনে পড়লো বাবাই-এর পুলকার থেকে পড়ে গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের কথা; কত দায় হীনতার সাথে কাজ করে এই ড্রাইভাররা, বাচ্চাদের জীবন চলে যায়। বাবাই চলে যাওয়ার পর সুপ্রিয় চেন-স্মোকার হয়ে পড়ে। মনীষা বলতো, "এভাবে সারাদিন সিগারেট খেও না, আমি কি নিয়ে থাকবো বলো তো, আমার কিছু নেই ..."

সুপ্রিয় বলতো, " তুমি ঘুরতে যাও, বেড়াতে যাও, আবার লেখা শুরু করো, আমি তোমাকে তো বাঁধা দিই না..."

মনীষা অঝোরে কেঁদে বলে উঠেছিল, "দয়া করো, ক্ষমা করো। আমি পারবো না, আমার হাত সরে না। শেষে বাবাই যখন অ্যাকসিডেন্টের পর মৃত্যু শয্যাতে, তখন কোনওমতে ছড়া লিখেছিলাম--
আয় রে পরী আয়-
আমার ছোট্ট বাবাই ঘুমায়।
তোর সোনার কাঠি দিয়ে-
বাবাই-এর চোখ দুটি দে ছুঁয়ে।
ঘুম থেকে উঠুক আমার ছেলে,
ঝাঁপিয়ে পড়ুক শূন্য কোলে।
যাস না তুই পালিয়ে চলে,
আকাশে নিস না ওকে তুলে।
আর পারবো না, ক্ষমা করো, ক্ষমা করো... আমি পারবো না সুপ্রিয়," বলে উঠেছিল মনীষা।

সুপ্রিয় চিৎকার করে বলে উঠেছিল, "তুমি থামো, শুধু কান্না আর স্মৃতিকে নিয়ে পড়ে থাকো... আমাকে টাকা রোজগার করতে হবে, ডেপুটি ম্যানেজার আমি, এত চাপ! ...আমার অফিস... অফিস... আগে।"

কেঁদে ফেলেছিল সুপ্রিয়, বলেছিল, "সিগারেট ছাড়তে পারবো না মনীষা, সিগারেটের টান আমাকে জীবনটা সমতল দেখায়, এত এবড়ো-খেবড়ো, খাদময় জীবন আমি দেখতে চাই না..."

মনীষার কিছুই বলার ছিল না। পশ্চিম বারান্দায় মনীষা দাঁড়িয়ে, সূর্য ডুবে গেলো, মাথায় ঘুরছে কথাগুলো,
"Smoking not good for health" , "Smoking causes throat cancer"

মনীষা আর্তনাদ করে উঠলো যা সুপ্রিয়ের গোঙানিকে ছাপিয়ে গেল।
( সমাপ্ত )


Next Bangla Story

All Bengali Stories    122    123    124    125    126    127    (128)     129    130   


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717