Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

বাংলা কবিতা

Bengali Poem

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------


List of all Poems     37     38     39     40     41     42     ( 43 )     44    

◍ ◍   হারজিত   ◍ ◍

কবি - সুরজিৎ দাস, টালিগঞ্জ রোড, কলিকাতা-৩৩

চাও না যদি মনে রাখতে-
ডাকবো না আমি পিছু হতে,
উজান তরী সরুক তোমার
ওগো আমার পলক হতে।
পাবো আমি তোমার দেখা শূন্য পানে।

ভুলতে পারো তুমি আমায়,
গোপন চিঠি, নানা অছিলায়-
নতুন সূর্য আনুক আলো
তোমার আঙিনায়।
পাব দেখা তোমায়, আমার ছায়ায়।

পাও না যদি সবই পেয়ে থাকো,
একলা মনে অংক কষো-
মিলবে না সে জীবন খাতা
পায়ে-পায়ে পাবে শুধু
আমারই যে দেখা।

ভালো শুধু থাকো তুমি
এটাই মনে-প্রাণে চাই-
জিততে গিয়ে হেরো না যেন
আমার যে হারানোর কিছুই নাই।


◍ ◍   ভালো থেকো   ◍ ◍

কবি - সুরজিৎ দাস, টালিগঞ্জ রোড, কলিকাতা-৩৩

ছুটছে গাড়ি গ্রিন করিডোর ধরে
রুদ্ধশ্বাস ধেয়ে, এ পারেতে রুদ্ধ-শ্বাস!
ওপারে বাঁচাতে পারে, যদি কারোর প্রাণ
অপেক্ষার প্রহর গুনছে বহু আশ্বাস।
মন বলে, কেউ তো ভাল থাক।

পাঁচটা বছর হল পার, ছেলে থাকে বিদেশে
বুড়ো বাপ-মা'র খেয়াল রাখে বটে, রেখেছে বৃদ্ধাশ্রমে।
মেলায় মুখ, পুরানো অ্যালবাম ঘেঁটে;
"আমাদের খোকা কি আগের মতই আছে?"
মনে বলে - যাক, কেউ তো ভাল থাক।

বন্ধুক ধরে সে দিচ্ছে টহল,
জীবন-মরণের দড়ি টানাটানিতে, প্রহর গোনে-
ভোরের আলো দেখলে, জীবনটা যে একদিন বাড়ে।
এপারেতে গোটা দেশ সামলায়
ওপারেতে ছোট্ট সংসার তারই পথ চায়।
মন তবু ডাকে; বলে, কেউ তো ভাল থাক।


বাবার আশা ঘরের মেয়ে যাবে বড় ঘরে,
ক্ষতি কী, ওভারটাইমটা ওভার বেশী হলে?
যদি ক'টা টাকা বেশি আসে।
চোখের কালি মানে না বয়স, অশক্ত শরীর তবু শক্ত
মন শুধু বলে, তবু সে যেন থাকুক ভালো।

উদ্ধাস্ত সন্তান অবাক বিস্ময়ে, বোঝে না ভাগাভাগি
সম্পর্কের মাঝে কে যে টানলো দাঁড়ি!
আলগা সুতয় ভালোবাসাটুকু ঝোলে
ভালবাসা হল বটে, ভালো-বাসা আর হল কই?
ভালোবাসা দিয়ে যতই প্রজন্মকে করে পূর্ণ,
রয়েই গেল বৃথা সে সার শূন্য।
মনে-মনে বলে সবে, 'তুমি' ভালো থেকো।

ইউনিভার্সিটির গেটে বসা পাগলটা
কি যেন কাটে সারাদিন হিজিবিজি,
আসা-যাওয়ার মাঝে খোঁজে 'কাকে'?
মেলে যদি দেখা ভুল করে-
শত-ছিন্ন পোশাকে কতক পুঁটলি নিয়ে,
চীৎকার করে বলে,
"পাগলও নিজের ভালো বোঝে;
আমি কেন বুঝি না!"

Next Poem

37     38     39     40     41     42     ( 43 )     44    

ত্রিপুরার পটভূমিতে রচিত গোয়েন্দা গল্প:
মাণিক্য   
সর্দার বাড়ির গুপ্তধন রহস্য   
প্রেমিকার অন্তর্ধান রহস্য   

## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717