Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

গুনগুন

কবিতার পাক্ষিক ম্যাগাজিন ( online ) - ৫ ম সংখ্যা, ১০ ই জুলাই, ২০২২

## এই পক্ষের কবিতা

## গুনগুনের সবগুলি সংখ্যা

-------- বিজ্ঞপ্তি ----------
■ 'নগেন্দ্র সাহিত্য পুরস্কার - মে, ২০২৪' স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা, ( প্রতি বছর মে মাসে ) Result
--------------------------

গুনগুন
কবিতার পাক্ষিক ম্যাগাজিন ( online ) - ৫ ম সংখ্যা
১০ ই জুলাই, ২০২২


RiyaButu.com হল আপনার কবিতা প্রকাশের একটি মুক্ত মঞ্চ। ঘরে বসেই যেকেউ নির্দ্বিধায় আমাদের কাছে নিজের লেখা পাঠাতে পারেন। 'গুনগুন' হল Online কবিতার একটি পাক্ষিক Magazine. নিয়মাবলী নীচে দেওয়া হল:

১) যেকেউ আমাদের কাছে কবিতা পাঠাতে পারেন। এটা সবার জন্য উন্মুক্ত। কোনও এন্ট্রি-ফি নেই।

২) ভাষা: বাংলা

৩) বিষয়: যেকোনো বিষয়ের কবিতা।

৪) আমাদের কাছে যে কবিতাগুলি আসবে তাদের মধ্য থেকে নির্বাচিত কবিতাগুলি আমাদের পাক্ষিক কবিতার Online Magazine 'গুনগুন'-এ প্রকাশিত হবে। গুনগুন প্রকাশিত হবে প্রতিমাসের ১০ তারিখে এবং ২৫ তারিখে।

৫) নির্বাচিত কবিতাগুলি কবিদের নাম-ধাম সহ RiyaButu.com এর 'গুনগুন' পাতায় প্রকাশিত হবে। এর জন্য কোনোরূপ অর্থ প্রদান করা হবে না।

৬) কবিতা অবশ্যই স্বরচিত হতে হবে। কবিতা টাইপ করে PDF / MS Word form-এ E-mail-এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে হবে। কোনও রূপ Hardcopy কিংবা Whatsapp এ নয়। কবিতার সাথে কবির নাম, বাবার নাম, ঠিকানা এবং ফোন নম্বর অবশ্যই পাঠাতে হবে। অন্যের লেখা নিজের নামে পাঠানোর দায় একমাত্র E-mail প্রেরকের উপর থাকবে। RiyaButu.com এ ব্যাপারে কোনও ভাবেই দায়ী থাকবে না।
আমাদের E-mail ID:
riyabutu.com@gmail.com
riyabutu5@gmail.com

৭) প্রতিটি কবিতা নীচে অবশ্যই লিখে দিতে হবে যে,
"এই কবিতাটি আমার স্বরচিত। কবিতাটি এর আগে আর কোথাও প্রকাশিত হয়নি।"

৮) লেখা প্রকাশিত হবার পর RiyaButu.com থেকে লেখা Delete করার, কিংবা বাদ দেওয়ার অধিকার শুধু RiyaButu.com এর থাকবে।

৯) উপরের যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এই বিষয়ে যেকোনো প্রশ্ন থাকলে বিনা দ্বিধায় আমাদের এখুনি প্রশ্ন করুন।

আমাদের ঠিকানা:
ধলেশ্বর - ১৩
আগরতলা, ত্রিপুরা ( পশ্চিম ), ভারত
৭৯৯০০৭

যোগাযোগ:
Call: +91 8974870845
Whatsapp: +91 6009890717
E-mail ID:
riyabutu.com@gmail.com
riyabutu5@gmail.com


■ এই Platform এর উদ্দেশ্য:
আমাদের উদ্দেশ্য বিশ্বময় লেখক ও পাঠকদের একটি সাহিত্যের মঞ্চ প্রদান করা। দূর-দূরান্তে অনেক ভাল লেখক / লেখিকা আছেন, যারা খুব ভাল লেখা লিখছেন, কিন্তু কোথাও প্রকাশ করার সুযোগ পাচ্ছেন না। তেমনি দূর-দূরান্তে অনেক মূল্যবান, মনোযোগী পাঠক পাঠিকা আছেন যারা নতুন লেখা পড়তে খুব ভালবাসেন, কিন্তু পড়ার সুযোগ পাচ্ছেন না। RiyaButu.com তাদের সকলের পাশে দাঁড়িয়ে সকলকে এক মঞ্চে নিয়ে আসতে চাইছে। বিশ্বময় মূল্যবান পাঠক / পাঠিকাদের কাছে বিশ্বময় লেখক / লেখিকাদের লেখা পৌঁছে যাক, এই আমাদের লক্ষ্য।

গুনগুনের এই পক্ষের কবিতা

■ কবিতা-১

Online bangla poem magazine

রাতপাখি,এখনো রাত অনেকটা বাকি

কবি - রত্নদীপ প্রামাণিক, শান্তিপল্লি, বোসপুকুর, কলকাতা

শঙ্খচিলের ডানায় সওয়ার -
এসেছিলো সে, সেদিন।
মানসীর মুখোশ পরে,
উপনীত হলো যখন -
মাঠে খসে পড়েছিলো তারা;
যারা এখনো, চন্দ্রবিন্দু খোঁজে;
খোঁজে ইতিহাসের প্রত্যেক পাতা।
তারা সকলে বলেছে উচ্চস্বরে -
    'রাতপাখি,এখনো রাত অনেকটা বাকি'!

তেমনি,মরীচিকা এসেছিলো -
হামাগুড়ি দিয়ে চোখের কণায়;
দৃষ্টির ভেতর ছুটেছিলো,
একটি উন্মাদ গল্প, কয়েকটি অক্ষর।
এরা পাণ্ডুলিপির বাঁধন ভেঙে,
শব্দের আকাশ চারিপাশে মেখে,
কবিতার বেশে এসেছিলো, শুধু বলতে -
    'রাতপাখি,এখনো রাত অনেকটা বাকি'!

চটি হেঁটেছিলো,একঘরে তুমি;
মেঝের মাঝে একরাশ ছাই,
যারা আলো দেখেনি, দেখে না।
পুড়েছে যারা অন্ধকারে,
হাওয়ায় ভেসেছে যারা-
তারা এখনো ফিরে-ফিরে আসে,
বারে-বারে বোঝায় আমায়,
    'রাতপাখি,এখনো রাত অনেকটা বাকি'!

ঠিক সেই ক্ষণে,
অবশেষে,পাশে এসে বসে,
আরেক অবকাশে,
এক বৃদ্ধ প্রাচীন পেঁচা;
সে কিছু বলে না ঠোঁটে। অথচ,
তার চোখে পড়েছি একই কথা -
    'রাতপাখি,এখনো রাত অনেকটা বাকি'!

নিশিরাত ফুরোলে,
পড়ে থাকে যেই ছেঁড়া পালক -
লুটিয়ে পড়ে যেই ভাঙা ডানা,
মৃত লাশ অথবা অতল-প্রেমী শরীরগুচ্ছ,
কয়েকটা শব্দ তারা অন্তিমশয্যায় বলে-
    'রাতপাখি,এখনো রাত অনেকটা বাকি'!
( সমাপ্ত )



■ কবিতা-২

Online bangla poem magazine

পদ্মা সেতু

কবি - মোহাম্মদ আলী খান, ঢাকা, বাংলাদেশ

কোথা থেকে তুমি এসেছ প্রমত্তা পদ্মা
জানতে চাইনি কখনো তা,
শুধু বড়-বড় চোখ মেলে আমি দেখেছি তোমায়
তোমার অগাধ জলরাশি আর দুর্নিবীত স্রোত,
দুই পারে শস্য ফলাও অঢেল, আবার নিমিষে কর ধ্বংস
প্রবাহে দুর্বার গতি, দুর্দম মত্ততা
দিন মাস বর্ষ ঘিরে ভাঙ্গা-গড়া আর ঐশ্বর্যের লীলা,
কখনো দুরন্ত অশ্বের মত
কখনো বা মত্ত ঐরাবত,
কবি সতেন্দ্রনাথের সেই কথা:
    'সীমাহীন অবজ্ঞায় ভাঙ্গিয়া চলেছ উভয় তীর...'
কী দুঃখে বাঙালি, তোমাকে ডেকেছে কীর্তিনাশা!

তবু অন্তহীন পথ চলা, ঘোলা পানির ছলাৎ-ছলাৎ শব্দের মায়া
শীতের কুয়াশা, ঝড়ের মাতম, বিদায়ী সূর্যের আলোর ঝরনা
পালতোলা নৌকা, ভাটিয়ালী গান, ভোরের শিশির
কবি প্রমথনাথের শব্দগুচ্ছ: 'ধূমাঙ্কিত পল্লপথে ঘন্টা গোধূলির।'

মনে পড়ে শিশুকালে পদ্মা পারি দেয়া
বালাম চালের সাদা ভাত, পাতে রূপালি ইলিশ;
অবাক বিস্ময়ে দেখা-নদীর একুল-ওকুল, নেই যে তার সীমা
কবিগুরুর সে বর্ণমালা:
    'তুমি কোন্ গান কর আমি কোন্ গান
    দুই তীরে কেহ তার পায়নি সন্ধান',
বিদ্রোহী কবির বুকে তোলে ঢেউ:
    'মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা-রে',
কবি ফররুখের সঘন উচ্চারণ:
    'হে পদ্মা, প্রমত্ত নদী, হিমাদ্রির দুরন্ত সন্তান',
আর সেই গান—
আব্দুল লতিফ আব্দুল আলীম মিলে নিয়ে যায় অসীমের পানে:
    'সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই, বল আমারে...'

সিন্ধ আমাজান নীল মিসিপিসি টেমস আমুর হোয়াং হো
কত শত কথা বলে যায় দিবানিশি আনন্দ বেদনা ঘিরে,
পদ্মা তুমি, গঙ্গা যমুনার জলে মিশে মেঘনার মোহনায়
লিখে যাও কত কাব্য কত গল্প কত উপন্যাস
আজ তুমি লিখে চলেছ শাশ্বত গান, শতাব্দীর সেরা কবিতার বিজয় পঙক্তি,
তোমার বুকের উপর তরঙ্গ ঠেলে তৈরি পদ্মা সেতু
হাজার বছর বাঙালি যা করেনি তাই-ই আজ
বর্ণে শব্দে চিত্রে, পাথরে সিমেন্টে, শ্রমে ঘামে ইস্পাতের ফলা হয়ে
কীর্তিনাশা পদ্মা, ভৈরবী সুন্দরী পদ্মা, লিখে যাও মহাকাব্য,
সাগরের প্রিয়তমা তুমি আর নও
তুমি আজ বাঙালির প্রিয় সখা
পদ্মা সেতু, তুমি আজ—
উভয় তীরের লক্ষ কোটি মানুষের নিবিড় মধুর ভালোবাসা।
( সমাপ্ত )



■ কবিতা-৩

Online bangla poem magazine

দিগন্তের পাখি ( কাব্যগ্রন্থ ) - কবিতা নং - ৪

কবি - হরপ্রসাদ সরকার, ধলেশ্বর-১৩, আগরতলা, ত্রিপুরা

ঝরাপাতার বুকে থাকে যে স্বপন
গোপন রয়ে যায় তা, স্বপন থাকে স্বপন।
জানে ঐ সবুজ পাতা-
সকল পাতার এক কথা।
সকল পাতার বুকে থাকে বৃদ্ধকালের লিখন।

শাখা থাকে, হাওয়া থাকে, থাকে না সাধের দোলা
ধুলার মাঝে শুধু হয় নতুন পথ চলা।
চোখে ভাসে অতীত সুখ-যৌবন।
( সমাপ্ত )



■ কবিতা-৪

দিগন্তের পাখি ( কাব্যগ্রন্থ ) - কবিতা নং - ৫

কবি - হরপ্রসাদ সরকার, ধলেশ্বর-১৩, আগরতলা, ত্রিপুরা

কত ভালবাসি তোমায় জানতে চেয়ো না-
চাঁদ, সূর্য হারিয়ে যাবে, শূন্য মিলবে না।
যদি প্রমান দিতে বল মোর ভালবাসার-
শতযুগেও শেষ হবে না বেহিসাব লেখার।।
( সমাপ্ত )



■ কবিতা-৫

দিগন্তের পাখি ( কাব্যগ্রন্থ ) - কবিতা নং - ৬

কবি - হরপ্রসাদ সরকার, ধলেশ্বর-১৩, আগরতলা, ত্রিপুরা

হতে পারি আমি ধুলায় পড়ে থাকা ছিন্ন বইয়ের পাতা,
চেয়ে দেখো তবু আছে আমাতে অমূল্য দু-এক কথা।
কিছু বিচার কিছু সত্য, তা নিয়েই মোর বাস
মুছে যাবার আগে, রেখে যাই আমি-
ঘটনার সাথে এক কথার ইতিহাস।
( সমাপ্ত )

## Next Episode

## গুনগুনের সবগুলি সংখ্যা


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717