১৮-০২-২০১৯ ইং

All articles পর্ব ১ পর্ব ২ পর্ব ৩
RiyaButu.com কর্তৃক বিভিন্ন Online প্রতিযোগিতাঃ
■ স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা ... Details..
■ প্রবন্ধ প্রতিযোগিতা ... Details..
■ Hindi Story writing competition... Details..
■ RiyaButu.com হল লেখক / লেখিকাদের গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রকাশ করার একটি মঞ্চ। ঘরে বসেই নির্দ্বিধায় আমাদের কাছে লেখা পাঠাতে পারেন সারা-বছর ... Details..
◕ জগতবন্ধুর কথা- ৩
◕ প্রভু জগতবন্ধু তখন একটু বড় হয়েছেন। উনার কয়েকজন খেলার সাথীও জুটেছে। তাদের নিয়ে তিনি অনেক খেলা খেলেন। সঙ্গীদের নিয়ে প্রভু লুকোচুরি খেলেন। সঙ্গীরা লুকালে তাদের খুঁজে বের করে আনেন প্রভু জগতবন্ধু সুন্দর। কিন্তু প্রভু লুকাতেই পারেন না; তিনি লুকাতে গেলেই উনার মন-মাতানো অঙ্গ সৌরভ, সকল সঙ্গীদের তাঁর কাছে টেনে নিয়ে আসে। সেই অঙ্গ সৌরভের টানে অনায়াসেই ধরা পড়ে যান প্রভু।
পথের ধারে, মাঠের পাশে মানুষে-মানুষে যখন কথা হয়, ছোট্ট জগত তখন দুর থেকে খুব মনোযোগ সহকারে তাদের দেখে, শুনে। পরে নিজের সঙ্গী-সাথীদের সামনে সেই কথা-বার্তা, সেই ভাব-ভঙ্গী, সেই কণ্ঠস্বর সকল কিছু অভিনয় সহকারে অনুকরণ করে দেখান। বন্ধুরা খুব আনন্দ পায়, প্রাণ খুলে হাসে। শুধু তাই নয়, ঘুঘু, চিল, কাক, শালিক প্রভৃতি পাখিদের ডাক হুবহু নকল করে তিনি তার বন্ধুদের শুনান। বন্ধুরা খুব অবাক হয়ে চেয়ে থাকত জগতের দিকে। বন্ধুদের সাথে জগত যেই মাঠেই খেলতে যান, সেখানেই অনেক গরু, বাছুর, কুকুর, বেড়াল, ব্যাঙ, শালিক, চড়াই ইত্যাদি পশু-পাখিরা এসে ভিড় জমায়।
পাশেই ছিল একটি শ্মশান। খেলতে-খেলতে হঠাৎ জগত সেখানে গিয়ে মরার খাটে শুয়ে পড়ে। সঙ্গী-সাথীদের কোনও বাধা নিষেধই সে মানে না। সঙ্গী-সাথীরা ভয়ে কাঠ হয়ে থাকে। তার জগতের দিদিকে সব কথা খুলে বলে। সব শুনে দিদি ভয়ে, ক্ষোভে বলেন, "তোর কী শুচি-অশুচি কিছুই নেই? শ্মশানে মরার খাটের উপর শুয়ে বিনা চান করেই ঘুরে বেড়াচ্ছিস? শীঘ্রই চান করে ঘরে আয়।"
শুনে জগত হেসে বলে, "সমস্ত পাপ মনে ধরে রেখে, শুধু চান করলে কী হবে দিদি? তাছাড়া শ্মশান তো আমার পুষ্পশয্যা। এর মত পবিত্র জায়গা আর আছে নাকি? আমি যেখানে যাই সব শুচি হয়ে যায়। আমি গেলে সমস্ত অশুচি পালিয়ে যায়, এ কথা কী তুমি জানো না?"
ছোট্ট জগতের পাকা-পাকা কথায় দিদি সহ সঙ্গী-সাথীদের শুধু অবাক হয়ে চেয়ে থাকে জগতের দিকে।
All articles পর্ব ১ পর্ব ২ পর্ব ৩
RiyaButu.com কর্তৃক বিভিন্ন Online প্রতিযোগিতাঃ
■ স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা ... Details..
■ প্রবন্ধ প্রতিযোগিতা ... Details..
■ Hindi Story writing competition... Details..
■ RiyaButu.com হল লেখক / লেখিকাদের গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রকাশ করার একটি মঞ্চ। ঘরে বসেই নির্দ্বিধায় আমাদের কাছে লেখা পাঠাতে পারেন সারা-বছর ... Details..
◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 7005246126