Home   |   About   |   Terms   |   Contact    
RiyaButu
A platform for writers

জগতবন্ধুর কথা


জগতবন্ধুর কথা


 

জগতবন্ধুর কথা - ৩জগতবন্ধুর কথা - ৩
১৮-০২-২০১৯ ইং

Jagat-Bandhu


◕ পৃথিবীর বিভিন্ন সভ্যতার রোমাঞ্চকর কথা Details..

◕ Send your story to RiyaButu.com and get ₹ 500/- Details..

◕ Bengali Story writing competition. Details..
◕ জগতবন্ধুর কথা- ৩

◕ প্রভু জগতবন্ধু তখন একটু বড় হয়েছেন। উনার কয়েকজন খেলার সাথীও জুটেছে। তাদের নিয়ে তিনি অনেক খেলা খেলেন। সঙ্গীদের নিয়ে প্রভু লুকোচুরি খেলেন। সঙ্গীরা লুকালে তাদের খুঁজে বের করে আনেন প্রভু জগতবন্ধু সুন্দর। কিন্তু প্রভু লুকাতেই পারেন না; তিনি লুকাতে গেলেই উনার মন-মাতানো অঙ্গ সৌরভ, সকল সঙ্গীদের তাঁর কাছে টেনে নিয়ে আসে। সেই অঙ্গ সৌরভের টানে অনায়াসেই ধরা পড়ে যান প্রভু।

পথের ধারে, মাঠের পাশে মানুষে-মানুষে যখন কথা হয়, ছোট্ট জগত তখন দুর থেকে খুব মনোযোগ সহকারে তাদের দেখে, শুনে। পরে নিজের সঙ্গী-সাথীদের সামনে সেই কথা-বার্তা, সেই ভাব-ভঙ্গী, সেই কণ্ঠস্বর সকল কিছু অভিনয় সহকারে অনুকরণ করে দেখান। বন্ধুরা খুব আনন্দ পায়, প্রাণ খুলে হাসে। শুধু তাই নয়, ঘুঘু, চিল, কাক, শালিক প্রভৃতি পাখিদের ডাক হুবহু নকল করে তিনি তার বন্ধুদের শুনান। বন্ধুরা খুব অবাক হয়ে চেয়ে থাকত জগতের দিকে। বন্ধুদের সাথে জগত যেই মাঠেই খেলতে যান, সেখানেই অনেক গরু, বাছুর, কুকুর, বেড়াল, ব্যাঙ, শালিক, চড়াই ইত্যাদি পশু-পাখিরা এসে ভিড় জমায়।

পাশেই ছিল একটি শ্মশান। খেলতে-খেলতে হঠাৎ জগত সেখানে গিয়ে মরার খাটে শুয়ে পড়ে। সঙ্গী-সাথীদের কোনও বাধা নিষেধই সে মানে না। সঙ্গী-সাথীরা ভয়ে কাঠ হয়ে থাকে। তার জগতের দিদিকে সব কথা খুলে বলে। সব শুনে দিদি ভয়ে, ক্ষোভে বলেন, "তোর কী শুচি-অশুচি কিছুই নেই? শ্মশানে মরার খাটের উপর শুয়ে বিনা চান করেই ঘুরে বেড়াচ্ছিস? শীঘ্রই চান করে ঘরে আয়।"

শুনে জগত হেসে বলে, "সমস্ত পাপ মনে ধরে রেখে, শুধু চান করলে কী হবে দিদি? তাছাড়া শ্মশান তো আমার পুষ্পশয্যা। এর মত পবিত্র জায়গা আর আছে নাকি? আমি যেখানে যাই সব শুচি হয়ে যায়। আমি গেলে সমস্ত অশুচি পালিয়ে যায়, এ কথা কী তুমি জানো না?"

ছোট্ট জগতের পাকা-পাকা কথায় দিদি সহ সঙ্গী-সাথীদের শুধু অবাক হয়ে চেয়ে থাকে জগতের দিকে।

- প্রতি সোমবার প্রভু বন্ধু সুন্দরের কথা এখানে প্রকাশিত হয়।

- প্রভু জগতবন্ধু সুন্দরের সকল পর্বগুলি:         (৩)

- লেখক / লেখিকাদের কাছে লেখা আহবান করছি।


◕ পৃথিবীর বিভিন্ন সভ্যতার রোমাঞ্চকর কথা Details..

◕ Send your story to RiyaButu.com and get ₹ 500/- Details..

◕ Bengali Story writing competition. Details..


◕ This page has been viewed 175 times.