Home   |   About   |   Terms   |   Contact    
RiyaButu
Read & Learn

স্বামী বিবেকানন্দ


Swami Vivekananda


Swami Vivekanandaস্বামী বিবেকানন্দের কথা
পর্ব ১
২২-০৪-২০১৯ ইং


Jagat-Bandhu


◕ Send a story and get ₹ 200/- More..

◕ Bengali Story writing competition. More..


◕ স্বামী বিবেকানন্দ কীভাবে ঘুমাতেন?

শৈশব থেকেই এক অদ্ভুত ব্যাপার ছিল স্বামীজীর নিদ্রা। তিনি অন্যান্য বলকদের মত শুয়ে মাত্রই ঘুমিয়ে পড়তেন না। আজীবন উনার অভ্যাস ছিল উপুড় হয়ে ঘুমানো। ঐ অবস্থায় শুয়ে তিনি চোখ বন্ধ করিলে, এক অপূর্ব জ্যোতি-বিন্দু উনার ভ্রু-মধ্যে দেখতেন। ঐ জ্যোতি-বিন্দু তখন নানাবর্ণে, নানারূপে পরিবর্ধিত এবং পরিবর্তিত হয়ে ক্রমে বিম্বাকারে পরিণত হতো। তারপর হঠাৎ এক সময় তা তারাবাজির মত ফেটে গিয়ে চারিদিক আলোকিত করে দিত। সেই আলোর-সমুদ্র দেখতে-দেখতে, সেই আলোর সমুদ্রে ডুবতে-ডুবতে অবশেষে স্বামীজী ঘুমিয়ে পড়তেন।

এমনটাই ছিল উনার প্রতিদিনের ঘটনা। আরও মজার ব্যাপার হল, তিনি ভাবতেন সবারই বুঝি এ রকম হয়, সবাই বুঝি এ ভাবেই ঘুমায়, এর নামই বুঝি ঘুম। এই কারণে তিনি কখনো কাউকে এ ব্যাপারে কিছু বলতেন না, জিজ্ঞাসও করতেন না। এ সব কথা তখন জানা গেল, যখন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ধ্যান শিখতে আরম্ভ করলেন।

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্য লাভের আগে স্বামীজী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ধ্যান শিখতে আরম্ভ করেছিলেন। সেখানেই কথা প্রসঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামীজীর মুখ থেকে এ সকল তথ্য জানতে পারেন। তিনি বুঝতে পেরেছিলেন, এ বালক সাধারণ বালক নয়, ক্ষণজন্মা কোনও মহাপুরুষ। যোগীরা যার জন্য বহু বছর তপস্যা করেন, তা ছিল এই বালকের নিত্য দিনের ব্যাপার। আজীবন স্বামীজী উনার নিদ্রার পূর্বে এ রকম জ্যোতি দর্শন করতেন।

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, "এ হচ্ছে ধ্যান-সিদ্ধের চরম লক্ষণ।"

যখন বিদ্যাসাগর মহাশয় শিক্ষক আর স্বামীজী ছাত্র


◕ Bengali Story writing competition. More..
◕ This page has been viewed 163 times.


গোয়েন্দা গল্প ও উপন্যাস:
নয়নবুধী   
মাণিক্য   
সর্দার বাড়ির গুপ্তধন রহস্য   
প্রেমিকার অন্তর্ধান রহস্য   
লুকানো চিঠির রহস্য