Book Code: BRAGT119
■ কর্ণেল মহিম ঠাকুর, জীবনী ও রচনা সংকলন
■ সম্পাদনাঃ সুরেন দেববর্মন, গৌরী দেববর্মন মল্লিক
■ Publisher: জ্ঞান বিচিত্রা, আগরতলা
■ Pages: 94
■ Publication year: 2005
■ MRP: Rs 50/-
বইটির বিষয়বস্তু:
কবিগুরুর একান্ত সুহৃদ কর্নেল সাহেবের উদ্যোগেই ত্রিপুরার রাজাদের সঙ্গে কবিগুরুর এত হৃদ্যতা পূর্ণতা লাভ করেছিল। কর্নেল মহিমচন্দ্র ত্রিপুরার সুবিখ্যাত রাজপারিষদ। তিনি যৌবনকাল থেকেই ত্রিপুরার আধুনিক যুগের প্রবক্তা মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের এ ডি সি পদ অলংকৃত করেছিলেন। কর্নেল মহিমচন্দ্র একাধারে রাজনীতিবিদ, কূটনীতিবিদ, দক্ষ প্রশাসক, আলোকচিত্রকর, সাহিত্যিক ও ইতিহাসবিদ। তার কর্মজীবন শুধুমাত্র ত্রিপুরার রাজ পরিবার ও রাজন্য প্রশাসন বৃত্তে সীমিত ছিল না - জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, নাটোরের রাজপরিবার, আচার্য জগদীশচন্দ্র, স্যার রাজেন্দ্রনাথ, রায় বাহাদুর দীনেশচন্দ্র সেন, ইতিহাসবিদ যদুনাথ সরকার প্রভৃতি বঙ্গের মনীষীদের সঙ্গে তার গভীর অন্তরঙ্গতা ছিল। বলতে গেলে -ত্রিপুরার রাজাদের সঙ্গে বঙ্গের মনীষীকুলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার মূলে ছিলেন কর্নেল মহিমচন্দ্র। ত্রিপুরার বরপুত্র মহিম কর্নেলের চিরস্থায়ী স্মৃতি বহন করছে ত্রিপুরার রাজধানী সড়ক সংযোগস্থল কর্নেল চৌমুহনী – তৎপার্শ্ববর্তী কর্নেল সাহেবের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়ী কর্নেল বাড়ী। এই গ্রন্থ মহিম কর্নেলের মত একজন প্রতিভাধর মনীষীর জীবনী ও রচনা সংকলন।
■ বইটি আমাদের পাঠাগার থেকেও পড়তে পারেন:
RiyaButu Library ( Home delivery & Home Pick up )