## এই পক্ষের কবিতা
## গুনগুনের সবগুলি সংখ্যা
-------- বিজ্ঞপ্তি ----------
■ 'নগেন্দ্র সাহিত্য পুরস্কার - মে, ২০২৪' স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা, ( প্রতি বছর মে মাসে )
Result
--------------------------
◕
গুনগুন
কবিতার পাক্ষিক ম্যাগাজিন ( online ) - সংখ্যা ৬
৩১ ই জুন, ২০২২
RiyaButu.com হল আপনার কবিতা প্রকাশের একটি মুক্ত মঞ্চ। ঘরে বসেই যেকেউ নির্দ্বিধায় আমাদের কাছে নিজের লেখা পাঠাতে পারেন। 'গুনগুন' হল Online কবিতার একটি পাক্ষিক Magazine. নিয়মাবলী নীচে দেওয়া হল:
১) যেকেউ আমাদের কাছে কবিতা পাঠাতে পারেন। এটা সবার জন্য উন্মুক্ত। কোনও এন্ট্রি-ফি নেই।
২) ভাষা: বাংলা
৩) বিষয়: যেকোনো বিষয়ের কবিতা।
৪) আমাদের কাছে যে কবিতাগুলি আসবে তাদের মধ্য থেকে নির্বাচিত কবিতাগুলি আমাদের পাক্ষিক কবিতার Online Magazine 'গুনগুন'-এ প্রকাশিত হবে। গুনগুন প্রকাশিত হবে প্রতিমাসের ১০ তারিখে এবং ২৫ তারিখে।
৫) নির্বাচিত কবিতাগুলি কবিদের নাম-ধাম সহ RiyaButu.com এর 'গুনগুন' পাতায় প্রকাশিত হবে। এর জন্য কোনোরূপ অর্থ প্রদান করা হবে না।
৬) কবিতা অবশ্যই স্বরচিত হতে হবে। কবিতা টাইপ করে PDF / MS Word form-এ E-mail-এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে হবে। কোনও রূপ Hardcopy কিংবা Whatsapp এ নয়। কবিতার সাথে কবির নাম, বাবার নাম, ঠিকানা এবং ফোন নম্বর অবশ্যই পাঠাতে হবে। অন্যের লেখা নিজের নামে পাঠানোর দায় একমাত্র E-mail প্রেরকের উপর থাকবে। RiyaButu.com এ ব্যাপারে কোনও ভাবেই দায়ী থাকবে না।
আমাদের E-mail ID:
riyabutu.com@gmail.com
riyabutu5@gmail.com
৭) প্রতিটি কবিতা নীচে অবশ্যই লিখে দিতে হবে যে,
"এই কবিতাটি আমার স্বরচিত। কবিতাটি এর আগে আর কোথাও প্রকাশিত হয়নি।"
৮) লেখা প্রকাশিত হবার পর RiyaButu.com থেকে লেখা Delete করার, কিংবা বাদ দেওয়ার অধিকার শুধু RiyaButu.com এর থাকবে।
৯) উপরের যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
এই বিষয়ে যেকোনো প্রশ্ন থাকলে বিনা দ্বিধায় আমাদের এখুনি প্রশ্ন করুন।
আমাদের ঠিকানা:
ধলেশ্বর - ১৩
আগরতলা, ত্রিপুরা ( পশ্চিম ), ভারত
৭৯৯০০৭
যোগাযোগ:
Call: +91 8974870845
Whatsapp: +91 6009890717
E-mail ID:
riyabutu.com@gmail.com
riyabutu5@gmail.com
■ এই Platform এর উদ্দেশ্য:
আমাদের উদ্দেশ্য বিশ্বময় লেখক ও পাঠকদের একটি সাহিত্যের মঞ্চ প্রদান করা। দূর-দূরান্তে অনেক ভাল লেখক / লেখিকা আছেন, যারা খুব ভাল লেখা লিখছেন, কিন্তু কোথাও প্রকাশ করার সুযোগ পাচ্ছেন না। তেমনি দূর-দূরান্তে অনেক মূল্যবান, মনোযোগী পাঠক পাঠিকা আছেন যারা নতুন লেখা পড়তে খুব ভালবাসেন, কিন্তু পড়ার সুযোগ পাচ্ছেন না। RiyaButu.com তাদের সকলের পাশে দাঁড়িয়ে সকলকে এক মঞ্চে নিয়ে আসতে চাইছে। বিশ্বময় মূল্যবান পাঠক / পাঠিকাদের কাছে বিশ্বময় লেখক / লেখিকাদের লেখা পৌঁছে যাক, এই আমাদের লক্ষ্য।
■
গুনগুনের এই পক্ষের কবিতা
■ কবিতা-১
◍ ক্ষুধাতুর পাষাণ
কবি - অনুশ্রী কুণ্ডু (রাইকিশোরী), কলকাতা, পশ্চিমবঙ্গ
ক্ষুধাতুর পাষাণের বুকে হিমাঙ্ক শিশিরের অভিমান
এক পেগে ডুবিয়ে রেখেছে সে অসংখ্য শব্দের অভিধান
চূর্ণিত হৃদয়ের দর্পনে পরিচিত মুখেদের কারুকাজ
বাঁধনের প্রতিটা পাতায় কূটকৌশলের লুকানো ভাঁজ।
ক্ষুধাতুর পাষাণের চোখে জ্বলন্ত আতসের ধারাপাত
দুরন্ত ঘূর্ণির পাকেতে ওই পরদ্রোহী করাতের প্রতিঘাত
কেড়ে নিয়েছিল যারা একআকাশ সোনাঝরা রোদ্দুর,
অনায়াসে ঘোষিত হয়েছিল শাস্ত্রবিধি মতে বেকসুর।
ক্ষুধাতুর পাষাণের হাতে টকটকে তরতাজা রক্ত
শিকলের তালা ভেঙে উড্ডীয়মান পাখিদের মতো মুক্ত
উপহাসে বিঁধবে না আর গহীনের বজ্রগম্ভীর কারাগার
নিমিলনে আবৃত আজ একশত বিনিদ্র রজনীর হাহাকার॥
( সমাপ্ত )
■ কবিতা-২
◍ চিরসবুজের রং
কবি - অনুশ্রী কুণ্ডু (রাইকিশোরী), কলকাতা, পশ্চিমবঙ্গ
সবুজ আরও ঘন হতে চায় নবতারুণ্যের শাখা-প্রশাখায়
এসো, মেখে নাও তুমিও এ রং
অষ্টাদশের আঙিনায় এসে দাঁড়িয়েছ যখন
এ রঙে তুমি এঁকে নাও কিছু মুহূর্ত, একান্ত আপন।
তোমার এ আঁচল ধরে আসুক শ্রাবণের চেনা গন্ধ
টুপটাপ বৃষ্টি অবিরাম ভিতরে তোমার
সেজে ওঠো প্রিয়দর্শিনী আগত সায়মের দীপশিখায়।
মৃদু বয়ে চলা বাতাসে মিশে আছ তুমি রজনীগন্ধার মতো
প্রকৃতি খেলে বেড়ায় কণ্ঠে তোমার
বীণা হাতে ধ্বনিত সুমিষ্ট চিরসবুজের সুর
যেন আকাশের গায়ে সে সুর ফোটায় সহস্র হীরকের বিন্দু।
তোমারই পায়ে-পায়ে বহমান ঋতু, কাল, সময়ের স্রোত
অরুণের অংশ তুমি, জোছনার আকাশও
বেজে উঠুক হৃদস্পন্দনের ছন্দে আনন্দ মৃদঙ্গ।
তুমি থেকে যেতে পার চিরসবুজের রং হয়েই
অশীতিপরা খরা প্রান্তরেও
যদি বেঁধে রাখ এ মন, এ মনের প্রতিটা কোণ
শিশুসুলভ সরলতার শৃঙ্খলে, আজীবন॥
( সমাপ্ত )
■ কবিতা-৩
◍ কৃষ্ণকলি
কবি - অভিজিৎ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা
ওরে মোর কৃষ্ণকলি, সুধাই তুই কোথায় গেলি?
বাঁধিয়ে মোরে মায়ার বাঁধনে, এহেন হেথায় ফেলি!
জ্যোৎস্নালোকিত রাতের মাঝারে তুই এলোকেশী;
গেলি চলে নতুন দিগন্তে বাজায়ে বিষাদ বাঁশি।
কণ্টকিত রুক্ষ মরুর মাঝে রইনু একেলা আমি;
বুকে নিয়ে নকশি কাঁথা, নিরাশ বাঁধন থামি।
ভুলিতে নারি সেদিনের সেই স্মৃতিমেদুর রজনী;
দুটি মনের কাছে আসা আর মিষ্টিমধুর কলতালি।
ভেবেছিনু তোর নয়ন মাঝারে অবগাহন করি;
মনপাখি মোর পাগলপারা, তাহাই ভাবিয়া মরি।
বাঁধিয়ে মোরে মায়ার বাঁধনে, এহেন হেথায় ফেলি!
ওরে মোর কৃষ্ণকলি, সুধাই তুই কোথায় গেলি?
( সমাপ্ত )
■ কবিতা-৪
◍ দিগন্তের পাখি ( কাব্যগ্রন্থ ) - কবিতা নং - ৭
কবি - হরপ্রসাদ সরকার, ধলেশ্বর-১৩, আগরতলা, ত্রিপুরা
কেন কবিতা?
আমি কবিতা লিখি এক কবিকে ভালবেসে
সেই কবি কবিতা লেখে কবিতাকে ভালবেসে।
কখনো সেই কবির মাঝে আমার ছবি
কখনো আমার মাঝে সেই কবির ছবি, দেখি আমি কাব্যিক নয়নে-
কখনো পরিচিত, কখনো অচেনা; নিজের কাছেই নিজে হই বসিয়া কবিতা লিখনে।
সেই কবি যে গুপ্ত আর সুপ্ত মোর পরাণে
হঠাৎ সে জেগে উঠে ভাষা খুঁজে পায় মহাশূন্যের পিছনে।
( সমাপ্ত )
■ কবিতা-৫
◍ দিগন্তের পাখি ( কাব্যগ্রন্থ ) - কবিতা নং - ৮
কবি - হরপ্রসাদ সরকার, ধলেশ্বর-১৩, আগরতলা, ত্রিপুরা
ভাঙ্গা আকাশগঙ্গা
সময় আঁকি খাতার পাতায়
অসীম কালের রঙ দিয়ে
ভরতে চাই জীবন খাতা
টুকরো-টুকরো রাত নিয়ে।
প্রতিধ্বনি শুনি আমি
প্রাণের মাঝে কান পেতে
নিজের প্রাণকে দেখি আমি
ভাঙ্গা আকাশগঙ্গা থেকে।
( সমাপ্ত )
## পরের পর্ব
## গুনগুনের সবগুলি সংখ্যা
## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers.
The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation.
Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##
◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717