■ স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা - মে, ২০২১
Details..
◕ West Bengal Police Recruitment Challenger for Constable (Prelim + Main) & SI (Prelim) in Bengali Paperback
From Amazon
■ ■
List of all Poems
37
38
39
40
41
42
( 43 )
44
◍ ◍ হারজিত ◍ ◍
কবি - সুরজিৎ দাস, টালিগঞ্জ রোড, কলিকাতা-৩৩
চাও না যদি মনে রাখতে-
ডাকবো না আমি পিছু হতে,
উজান তরী সরুক তোমার
ওগো আমার পলক হতে।
পাবো আমি তোমার দেখা শূন্য পানে।
ভুলতে পারো তুমি আমায়,
গোপন চিঠি, নানা অছিলায়-
নতুন সূর্য আনুক আলো
তোমার আঙিনায়।
পাব দেখা তোমায়, আমার ছায়ায়।
পাও না যদি সবই পেয়ে থাকো,
একলা মনে অংক কষো-
মিলবে না সে জীবন খাতা
পায়ে-পায়ে পাবে শুধু
আমারই যে দেখা।
ভালো শুধু থাকো তুমি
এটাই মনে-প্রাণে চাই-
জিততে গিয়ে হেরো না যেন
আমার যে হারানোর কিছুই নাই।
◍ ◍ ভালো থেকো ◍ ◍
কবি - সুরজিৎ দাস, টালিগঞ্জ রোড, কলিকাতা-৩৩
ছুটছে গাড়ি গ্রিন করিডোর ধরে
রুদ্ধশ্বাস ধেয়ে, এ পারেতে রুদ্ধ-শ্বাস!
ওপারে বাঁচাতে পারে, যদি কারোর প্রাণ
অপেক্ষার প্রহর গুনছে বহু আশ্বাস।
মন বলে, কেউ তো ভাল থাক।
পাঁচটা বছর হল পার, ছেলে থাকে বিদেশে
বুড়ো বাপ-মা'র খেয়াল রাখে বটে, রেখেছে বৃদ্ধাশ্রমে।
মেলায় মুখ, পুরানো অ্যালবাম ঘেঁটে;
"আমাদের খোকা কি আগের মতই আছে?"
মনে বলে - যাক, কেউ তো ভাল থাক।
বন্ধুক ধরে সে দিচ্ছে টহল,
জীবন-মরণের দড়ি টানাটানিতে, প্রহর গোনে-
ভোরের আলো দেখলে, জীবনটা যে একদিন বাড়ে।
এপারেতে গোটা দেশ সামলায়
ওপারেতে ছোট্ট সংসার তারই পথ চায়।
মন তবু ডাকে; বলে, কেউ তো ভাল থাক।
বাবার আশা ঘরের মেয়ে যাবে বড় ঘরে,
ক্ষতি কী, ওভারটাইমটা ওভার বেশী হলে?
যদি ক'টা টাকা বেশি আসে।
চোখের কালি মানে না বয়স, অশক্ত শরীর তবু শক্ত
মন শুধু বলে, তবু সে যেন থাকুক ভালো।
উদ্ধাস্ত সন্তান অবাক বিস্ময়ে, বোঝে না ভাগাভাগি
সম্পর্কের মাঝে কে যে টানলো দাঁড়ি!
আলগা সুতয় ভালোবাসাটুকু ঝোলে
ভালবাসা হল বটে, ভালো-বাসা আর হল কই?
ভালোবাসা দিয়ে যতই প্রজন্মকে করে পূর্ণ,
রয়েই গেল বৃথা সে সার শূন্য।
মনে-মনে বলে সবে, 'তুমি' ভালো থেকো।
ইউনিভার্সিটির গেটে বসা পাগলটা
কি যেন কাটে সারাদিন হিজিবিজি,
আসা-যাওয়ার মাঝে খোঁজে 'কাকে'?
মেলে যদি দেখা ভুল করে-
শত-ছিন্ন পোশাকে কতক পুঁটলি নিয়ে,
চীৎকার করে বলে,
"পাগলও নিজের ভালো বোঝে;
আমি কেন বুঝি না!"
Next Poem
37
38
39
40
41
42
( 43 )
44
ত্রিপুরার পটভূমিতে রচিত গোয়েন্দা গল্প:
মাণিক্য
সর্দার বাড়ির গুপ্তধন রহস্য
প্রেমিকার অন্তর্ধান রহস্য
◕ Railway Recruitment Challenger (in BENGALI - New Edition
From Amazon
■ ■
RiyaButu.com কর্তৃক বিভিন্ন Online প্রতিযোগিতাঃ
■ স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা - মে, ২০২১
Details..
■ প্রবন্ধ প্রতিযোগিতা - ২০২১
Details..
■ Hindi Story writing competition...
Details..
■ RiyaButu.com হল লেখক / লেখিকাদের গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রকাশ করার একটি মঞ্চ। ঘরে বসেই নির্দ্বিধায় আমাদের কাছে লেখা পাঠাতে পারেন সারা-বছর ...
Details..
◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 7005246126