Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

হঠাৎ দেখা

Bengali Story

All Bengali Stories    71    72    73    74    75    76    77    78    (79)     80   

-------- বিজ্ঞপ্তি ----------
■ 'নগেন্দ্র সাহিত্য পুরস্কার - মে, ২০২৪' স্বরচিত গল্প লেখার প্রতিযোগিতা, ( প্রতি বছর মে মাসে ) Result
--------------------------



হঠাৎ দেখা

লেখক -ইয়াজিম পলাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

✿ গোধূলির শেষ লগ্ন। সূর্য পশ্চিমাকাশে হেলে পড়েছে কিছুক্ষণ আগে। থেমে গেছে তার সোনালি-লালচে আভার খেলা। দিগন্ত জুড়ে শুধু একটি জ্বলজ্বলে তারা। তবুও সেই তারার ঝিলমিল আলো পুকুরের পরিষ্কার জলে দেখা যাচ্ছে। দূরের ঘরে টিমটিমে সন্ধ্যা বাতি দেখা যাচ্ছে। আর আমি পুকুরের জলে একদৃষ্টিতে তাকিয়ে আনমনে ভাবছি। তবে কি ভাবছি তা বুঝতে পারছি না। অনেক সময় কি ভাবছি তা না বুঝে এক ধরনের ঘোরের মাঝে থাকার মধ্যে অনেক আনন্দ রয়েছে। কিছুক্ষণ পর আচমকা আমি অনুভব করি, কে যেন আমাকে অনেকক্ষণ থেকে একদৃষ্টিতে দেখছে। প্রথমে পুকুরের পরিষ্কার জলে প্রতিবিম্বটিকে একটু ভৌতিক মনে হচ্ছিল। পেছনে ফিরে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এক মুহূর্তের জন্য নিজেকে বিশ্বাস হচ্ছিল না। আমি সত্যিই কি দেখছি! এ যে অনিন্দ্য সুন্দরী। নিটোল গোলাকার চেহারা। উজ্জ্বল গৌর বর্ণের শরীরে যেন রূপের জোয়ার। অত্যন্ত লজ্জাবতী আর সরল সুন্দর হৃদয়ের অধিকারিণী। দেখলে তার সৌন্দর্যে মোহিত হয়ে স্বর্গের অপ্সরীরা পর্যন্ত তার প্রেমে বিমুগ্ধ হবে।

মেয়েটির নাম পাপড়ি। পাপড়ির সাথে আমার শেষ দেখা হয়েছিল প্রায় ছয় বছর আগে। আমার থেকে দুই বছরের ছোট হলেও সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণই ছিল। হঠাৎ মনে পড়ে গেলো পাপড়ির দেয়া শেষ চিরকুটের কথা। তাতে শুধু লেখা ছিল আবার দেখা হবে, ভালো থেকো। এই ছয় বছরে যেন অনেক পরিবর্তন হয়ে গেছে। এতটা সুন্দর হয়ে গেছে যে চিনতে একটু সময়ই লেগে গেছে। চলে যাবার সময় আমার সাথে দেখা পর্যন্ত করে যায়নি। এতটা অভিমানী ছিল সে। ওর বাবার বদলির পর একদিনের জন্যও খোঁজ নেয়নি আমার। আগে পাশাপাশি বাসায় থাকতাম আমরা। ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা এতোই ভালো ছিল যে, কখন কে কার বাসার খাবার খাচ্ছি বুঝতে পারতাম না।

আজ ছয় বছর পর প্রথম কথা তার, "একটুও বদলাও নি তুমি। এখনো এখানে বসে থাকো?"

আমি হেসে বললাম, "মানুষের স্বভাব কি এতো সহজে বদলানো যায়? কেমন আছো তুমি?"

উত্তর না দিয়েই পাপড়ি বলল, “শুনলাম, তুমি নাকি কাল চলে যাচ্ছো?"

বললাম," হুম! কাল যেতে হবে। আমার ক্লাস শুরু হবে তো।"

পাপড়ির গাল লালচে বর্ণের হতে শুরু করেছে। এটা খুবই খারাপ লক্ষণ। তাতে বোঝা যাচ্ছে, অনেক আবেগের কঠিন কথা বলতে যাচ্ছে ও। এখন তার দুই চোখে অশ্রু। অশ্রু-ভেজা চোখে যেন আরও অপূর্ব লাগছিল। আমাকে অবাক করে হঠাৎ আমার হাতটা ধরে বলল, "সম্ভব হলে অন্তত দু'টো দিন থেকে যাও।"

তার এই মৃদু বাক্য আমি ছাড়া আর কেউ শুনতে পায়নি। আর আমি নির্বাক মুখে মনে-মনে বলছি, "ভগবান তোমাকে দেবীর চেয়েও বেশী সৌন্দর্য দান করেছেন। তুমি নির্ঘাত আকাশ থেকে উড়ে আসা অপ্সরী। তোমার কথা কি করে ফেলি আমি?"
( সমাপ্ত )
Next Bengali Story


All Bengali Stories    71    72    73    74    75    76    77    78    (79)     80   


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717