Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

ডাকবাক্স

Bengali Novel

All Bengali Stories    82    83    84    85    86    87    88    (89)     90    91    92   

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------



ডাকবাক্স ( পর্ব ৩ )

লেখক - রাজকুমার মাহাতো, মহেশতলা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলিকাতা

অন্য পর্বগুলিঃ পর্ব ১    পর্ব ২    পর্ব ৩    পর্ব ৪    পর্ব ৫    পর্ব ৬   

◕ মাথায় হাত বোলাতে-বোলাতে বংশী বাবু বললেন, "ও হয়ত সেটা চায় না। ওর পৃথিবী আর তোর পৃথিবী একেবারে আলাদা মা। "

"না বাবা। আমরা দু’জন একই পৃথিবীতে আছি। শুধু ও ওর মনকে দাবিয়ে রেখে কোনও কাজ করে নি, আর আমি আমার মনকে বুঝিয়ে থেমে গেছি।"

"দেখ মা, আমি তোকে কোনদিন কোন কাজে বাঁধা দিই নি আর আগামী দিনেও দেব না। তোর ভালবাসা কেড়ে নেওয়ার অধিকার আমার নেই, কিন্তু আমরা বাবা-মা তো; কি করে তোর দুঃখগুলো চোখের সামনে দেখেও সহ্য করি বলতো? ঠিক আছে আর রাগ করে না। চল, কিছু খেয়ে নে। মা না খেয়ে বসে আছে তোর জন্য।"

চোখটা মুছে অনু বলল, "আসছি। তুমি যাও।"

ঘর থেকে বেড়িয়ে গেল বংশী বাবু ও তার রেডিও। অনু চোখে-মুখে জল দিয়ে খেতে গেল।

ঘড়িতে তখন ঢং-ঢং করে তিনটের ঘণ্টা বাজল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করলো অনু। বিছানায় খানিকক্ষণ বসে কিছু একটা ভাবতে থাকল। তারপর উঠে টেবিলের ড্রয়ার থেকে পুরানো ডাইরিটা বের করল। বিছানায় বসে ডাইরির পাতাগুলো ওলটাতে লাগলো। হঠাৎ একটা সাদাকালো ছবি দেখে অনুর বুকের ভেতরটা ছ্যাঁৎ করে উঠল। এই ছবিটা ছাড়া অরিন্দমের কোনও কিছুই আর অনুর কাছে নেই। না আছে তার দেওয়া শুকনো হয়ে যাওয়া গোলাপ, আর না আছে কোন কার্ড। এটি তার কলেজ জীবনের ছবি। পুরানো দিনগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকল। কলেজ বন্ধুত্ব, প্রেম তার মনে নাড়া দিতে লাগলো। উজাড় করে দিতে ইচ্ছে হল নিজেকে সেই পুরানো দিনগুলোতে। ছটফট করতে-করতে মন ফিরে যেতে চাইল সেই পুরানো দিনগুলোতে। অনু চোখটা বন্ধ করল। হারিয়ে গেল সেই পুরানো দিনে। আবার যেন সুযোগ এল তার কাছে সেই দিনগুলো বাঁচার।

সালটা ১৯৯৪, অনু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করে নতুন কলেজে যাবে। আগাগোড়াই মেধাবী ছাত্রী ছিল অনু। তখন কলেজে ইউনিয়নের দাপট কম ছিল। মেধা দেখে কলেজে ভর্তি নেওয়া হত ছাত্র-ছাত্রীদের। তাই অনুর কোন সমস্যা হল না কলেজে ভর্তি হতে। ভবানীপুর এলাকার একটা ভালো কলেজে ভর্তি হল সে। সবে মাত্র যৌবনে পা রাখা আর সেই সময়ে কলেজের দিনগুলো সত্যি মানুষের জীবনের সবথেকে সুন্দর সময়, যে সময়টা তার সারাজীবনের দামী সময়গুলোর মধ্যে একটা।

কলেজের প্রথম দিন। অনু আর তার বান্ধবী রমা পৌঁছাল কলেজে। প্রথম ভয়ে-ভয়ে পা রাখা তাদের, কোথায় কে কিভাবে র্র‍্যাগিং করে। কিন্তু সেরকম কিছুই হল না। প্রথম দিনে তাদের বন্ধু হল দুজন। অর্ণব আর অদিতি। তারা দুজনেই গত বর্ষের ছাত্র-ছাত্রী। দুজনেই প্রথম বর্ষে ফেল করে একই ক্লাসে রয়ে গেছে। আসলে তারা যতটা ইউনিয়ন-রুমে সময় দিয়েছে ততটা ক্লাস-রুমে দেয় নি। তাই তাদের জীবনে এই বিপত্তি। কলেজের প্রথম ক্লাস করে তারা গেল ক্যান্টিনে। ক্যান্টিনে আরও অনেক ছেলেমেয়ে ছিল। অর্ণব ঢুকেই প্রথমে চেঁচিয়ে বলল, "Kindly attention guys ... এই আমাদের দুটি নতুন বন্ধু, অনু এবং রমা। please say hii……."

চারদিক থেকে 'হায় অনু' 'হায় রমা' শব্দে ভরে গেল কলেজ ক্যান্টিন; কিছু-জন এসে হাত মেলাল। প্রথম দিনেই কলেজের সম্পর্কে শোনা এবং জড়ো করা ভয়গুলো কেটে গেল অনুর। সবাই যখন এসে তাদের সাথে হাত মেলাতে ব্যস্ত, অনু লক্ষ্য করলো একটা ছেলের এসব নিয়ে কোনও মাথাব্যথা নেই। সে একমনে একটা কোনের চেয়ারে বসে সিগারেট ফুঁকতে-ফুঁকতে কিছু একটা লিখছে। মাথা ভর্তি উষ্কখুষ্ক চুল,গাল ভর্তি দাঁড়ি, পরনে একটা হাল্কা নীল রঙের পাঞ্জাবি আর একটা নীল জিন্স। মুখের মধ্যে কেমন একটা আলাদা নম্রতা।

"আয় অনু। কি খাবি?" অদিতির ডাকে অনু ঘুরে তাকাল।

"হ্যাঁ চল .." অনু মুখটা ফিরিয়ে চলে গেল অদিতির সাথে।

টেবিলে অর্ণব চারটে চা আর চারটে প্রজাপতি বিস্কুট এনে রাখল। অনুর মন কিন্তু সেই ছেলেটার দিকেই। মাঝে-মাঝে আড় চোখে অনু দেখেতে থাকল; একবার অন্তত সে তাকাবে তার দিকে। কিন্তু না, তার ভাবাটা বৃথা গেল। একবারও ফিরে তাকাল না সেই ছেলেটা অনুর দিকে, বরং কি যেন আপন মনে লিখেই চলছে।

এক সপ্তাহ কেটে গেল অনুর কলেজ জীবনে। ভালই কাটছে তার দিনগুলো। নতুন বন্ধুদের সাথে আড্ডা থেকে শুরু করে নতুন-নতুন স্যার-ম্যাডামদের পড়ানো খুব আনন্দের সাথে গ্রহণ করছে অনু। এই ক'দিনে সে স্যার-ম্যাডামদের খুব প্রিয় একজন ছাত্রী হয়ে উঠেছে। কিন্তু এতকিছুর মাঝেও সেই ছেলেটাকে অনু আজও ভুলতে পারেনি, যদিও সেই দিনের পর থেকে তাকে আর এই কলেজ চত্বরে দেখেও নি অনু। আর লজ্জায় কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না।

হঠাৎ একদিন ক্লাস শেষে অর্ণব আর অদিতি বলল, "চল আজ তোকে এক জায়গায় নিয়ে যাব।"

অনু কিছুটা বিরক্তির সাথে বলল, "না রে আজ হবে না, পড়া আছে। অন্য একদিন যাব।"

অদিতি অনুর হাতটা ধরে বলল, "আরে কলেজের ভিতরেই আছে সেই জায়গাটা, তুই আয় না।"

অনুর হাতটা ধরে টানতে-টানতে নিয়ে গেল অদিতি, আর অনু রমার হাতটা ছাড়ল না। অর্ণব তাদেরকে নিয়ে গেল কলজের পেছনের একটা ঘরে। সেই ঘরে ঢুকতেই অনু অবাক; চারিদিকের দেওয়াল রবীন্দ্রনাথ, নজরুলের কবিতায় ভর্তি। তবে স্যাঁতস্যাঁতে ঘরটাকে দেখে একটা পুরানো ভুতের বাড়ির অন্দরমহল ছাড়া আর কিছু মনে হচ্ছিল না অনুর। কিছুটা দূরে একটা ক্যারাম টেবিল। চারজন সেখানে ক্যারাম খেলছে। অনু সেদিকে তাকাতেই আরও অবাক হল। সেখানে চারজনের মাঝে সেই অজানা ছেলেটাও রয়েছে, একই জিন্স আর পাঞ্জাবি পড়ে। অর্ণব চেঁচিয়ে বলল, "দেখ অনু এটা আমাদের ইউনিয়ন রুম। এখানেই আমরা দিন পাল্টানোর স্বপ্ন দেখি। আমাদের যত কার্যকলাপ এখান থেকেই আলোচনা হয়। আমাদের কাছে এটা স্বর্গ বলতে পারিস।"

অনুর মুখে কোন ভাষা নেই। ও শুধু সেই ক্যারাম টেবিলের দিকে তাকিয়ে আছে।

"আয় অনু, এদিকে আয়।" আবার অনুর হাতটা ধরে টানতে-টানতে ক্যারাম টেবিলের দিকে নিয়ে গেল অদিতি। অনুর বুকের ভেতরটা টিপটিপ করতে লাগল। চোখ বন্ধ করে এগোতে লাগলো অনু। হার্ট-বিটটা তখন তার সব থেকে চরম সীমায়।
Next Part

অন্য পর্বগুলিঃ পর্ব ১    পর্ব ২    পর্ব ৩    পর্ব ৪    পর্ব ৫    পর্ব ৬   


All Bengali Stories    82    83    84    85    86    87    88    (89)     90    91    92   


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717