Home   |   About   |   Terms   |   Library   |   Contact    
A platform for writers

সবচেয়ে বড়ো প্রশ্ন

Bangla Article

-------- বিজ্ঞপ্তি ----------
■ আমাদের এই ওয়েবসাইট ( RiyaButu.com )-এ প্রকাশিত গল্পগুলির মধ্যে থেকে কিছু গল্প নিয়ে এবছরই প্রকাশিত হবে আমাদের 'রিয়াবুটু'র গল্প'।
--------------------------

All Bangla Articles    6    7    8    9    10    11    12    ( 13 )     14    15   

সবচেয়ে বড়ো প্রশ্ন
লেখক - মনিরুজ্জামান প্রমউখ, সন্না, বাকিলা, হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ


## সবচেয়ে বড়ো প্রশ্ন
লেখক - মনিরুজ্জামান প্রমউখ, সন্না, বাকিলা, হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ

mukti judha

## ১
১৯৭১ সাল আর মুক্তিযুদ্ধ, এক সূত্রে গাঁথা। আবার মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা, একই সূত্রে গাঁথা। অন্য দিকে, মুক্তিযোদ্ধা আর রাজাকার, আল বদর, আল শামস্ যেমন বিপরীত সূত্রে গাঁথা। সম্ভবত মুক্তিযোদ্ধা আর ভুয়া-মুক্তিযোদ্ধা অনুরূপ বিপরীত সূত্রে গাঁথা। হয়তো ভুয়া শব্দটি আরও তীব্র নেতি জনিত কিছু ব্যাখ্যার অবকাশ রাখে। কেন না, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা ভুয়া হতে পারে না, বা পারেন না। আসল-নকল পরিমাপ বা পরিমাণ করা যায়, কিংবা ধরা হয় প্রচলিত ধারার বিষয় বা নিয়মের উপর ভিত্তি করে, যা প্রতিনিয়ত উৎপন্ন বা উদঘাটনের তোয়াক্কা রাখে।

কিন্তু মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা এক বারের জন্য সংগঠিত বা সংগঠক হয়ে আসে কোনো জাতীয় করিডোরে বা সার্বিক ভাবে বলির পাঠা আকারে বিশ্ব পরিমণ্ডলে। বড়ো জোর দ্বিতীয় বারের সম্ভাবনা গ্রাহ্য হলেও হতে পারে। তৃতীয় বার? অবিশ্বাস্য, অলৌকিক! তাই, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা কখনো ভুয়া শব্দে ভাষ্য বা লেখ্য হতে পারে না! অথচ আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহারের প্রভাব শনির দশা মতো উপচে পড়া মিডিয়ার সর্বত্র "ভুয়া মুক্তিযোদ্ধা" শব্দের অবতারণা করে আসছে, অগণিত কাল হতে। তার হিসেব, কারো মগজ বিড়ম্বিত হয় না। ভুয়া শব্দটি ব্যবহারের সাবলীলে, আমরা শুধু মুক্তিযোদ্ধাদের অ সম্মান করছি না, সাথে-সাথে অসম্মান করছি সালাম, বরকত, রফিক জব্বারদের আত্মত্যাগের মহিমাকেও। যারা বাংলা ভাষাকে রাষ্ট্র-ভাষায় রূপান্তর করতে, রক্ত ঝরিয়ে গেছেন অবলীলায়। ভাষার যথার্থ ব্যবহারে অপারগ হলে, ভাষাকেও অসম্মান করা হয়। মনে রাখতে হবে বাঙালীর দুই সম্পদ। এক. বায়ান্ন; আরেক. একাত্তর। এই দুইয়ের অসম্মান হলে জাতির আর কী অবশিষ্ট থাকে? কিছুই না। অথচ একটি মাত্র শব্দের সুচারু ব্যবহারে আমরা হয়ে উঠতে পারি কলঙ্ক মুক্ত। মুক্তিযোদ্ধার বিপরীতে রয়েছে রাজাকার, আল বদর, আল শামস্ যেমন, তেমন ভাবে ভুয়ো মুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধার বিপরীতই নয় শুধু, এ যে কট্টর বিপরীত। অতএব এদের স্বতন্ত্র নামকরণ জরুরি, মুক্তিযোদ্ধার মতো জাতীয় স্পর্শকাতর বিষয়ের সম্মানে।

## ২
পৃথিবী চলমান তার বাতাবরণ সার্বিক আবহ নিয়ে। বিশালতায় ভরপুর হলেও তার আশ্রয়ের প্রয়োজন পড়ে। তাকে পরিচালনার পর্ব থাকে। মানুষ আর তার উপযোগী সহযোগিতা নিয়ে, যে পরিশীলিত কর্ম যজ্ঞ, তাই নিয়ে তার পথ চলা, ভাঙা গড়ার খেলা। এ খেলায় সে শুধু উপকরণ মাত্র। তাকে উপপাদ্যে ফেলে দলিত, মথিত করার আবদার রাখে সর্বত্র ভাবে মানুষই। মানুষই তার নিত্য দিনের হাল-চাল গণনা করে। আর একচ্ছত্র মোড়ে মানুষ হয়ে ওঠে অসত্যের রূপকে ধারক, বাহক। সে ধারণে, বহমানে সত্যের চেয়ে মিথ্যের জ্যামিতি অঙ্কন হয় বেশী। ধারাবাহিক তার অঙ্কনে কখন যে মানুষ এঁকে ফেলে অর্থের জ্যামিতি জীবন সর্বস্ব অভিধান, তা ঘুণাক্ষরেও কেউ টের পান না, এক রকম ইচ্ছার বশবর্তী হয়েই। কারণ মানুষ স্বভাবতই সুখ প্রত্যাশী, উন্নয়ন প্রত্যাশী জন্ম লগ্ন হতে। কাল বদলে কালের পরিক্রমায় মানুষের রুচির বদলই তার অন্তঃসার। এখন রুচির পতাকাটা সাজানো হয়েছে সিকি, আধুলি, টাকার পরিচ্ছদ দিয়ে। বিষয়টা এমন যেন টাকা উপার্জন মুখ্য। কোন সূত্র বা কোন উপায়ের ভার বেয়ে উপার্জনটা ঘর লব্ধ হচ্ছে, তা যেন বিবেচনার আদিম বাতুল্য। এর সূত্র সাহসে মানুষ হয়ে ওঠে ক্রম-কাম্যে লোভী।

## ৩
সরকারি অনুদান মুক্তিযোদ্ধার সম্মান। লোভী মস্তিষ্ক তাতে দিয়েছে হানা। তা পাকিস্তানি হানাদারদের নৃশংসতা হতেও জঘন্য। এক জন মানুষ কতটা নগণ্য হলে মিথ্যে জাল সার্টিফিকেট বানিয়ে মুক্তিযোদ্ধা সেজে, সরকার সমেত পুরো জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের-পর বছর মুক্তি যোদ্ধা ভাতা আত্মসাৎ করতে পারে!!

বাংলাদেশে বর্তমানে প্রায় দুই লক্ষের মতো মুক্তিযোদ্ধা সরকারি ভাতা পেয়ে থাকেন। তার মধ্যে স্তর বিন্যাসে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক এবং সাধারণ মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা ভাতা চালু রয়েছে। মুক্তিযোদ্ধাদের তালিকায় যারা ভুয়া, তারা সাধারণ মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতেই পড়ে। প্রায় দশ হাজার সনদ অলরেডি বাতিল করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে, প্রতি বিশ জনে এক জন ভুয়া! অধিকন্তু বছর পুরে গুনে-গুনে ছাঁকনিতে যা ধরা পড়বে, তার কথা রইলো আলাদা। এই যে অমানবিকতার উদাহরণ স্বরূপ তারা কী শাস্তি পেতে পারে, সেটাই হলো বিবেচ্য, আলোচনার বিষয়। সরকারি অর্থ আত্মসাৎ-এর উপরি প্রত্যেকের এন্ট্রি হতে শুরু করে যাবতীয় কার্যক্রমের অনুশীলন পর রিজেক্ট অবধি যে সময় অপচয়, জনবল ব্যয় ও নিট ভোগান্তির কী সুরাহা হবে, তাও প্রশ্ন বোধকে এসে থিতু হয়। এমন নির্লজ্জ মানুষগুলোকে কি নামকরণে, আখ্যায়িত করলে যথার্থ বলা হবে দেশ, জাতি আর সর্বোপরি মুক্তিযোদ্ধাদের সম্মান অ ক্ষুণ্ণ রাখতে, সেটাই সব চেয়ে বড় প্রশ্ন!!
( সমাপ্ত )


Next Bangla Article

All Bangla Articles    6    7    8    9    10    11    12    ( 13 )     14    15   


## Disclaimer: RiyaButu.com is not responsible for any wrong facts presented in the Stories / Poems / Essay / Articles / Audios by the Writers. The opinion, facts, issues etc are fully personal to the respective Writers. RiyaButu.com is not responsibe for that. We are strongly against copyright violation. Also we do not support any kind of superstition / child marriage / violence / animal torture or any kind of addiction like smoking, alcohol etc. ##


◕ RiyaButu.com, এই Website টি সম্পর্কে আপনার কোনও মতামত কিংবা পরামর্শ, কিংবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের বলুন। যোগাযোগ:
E-mail: riyabutu.com@gmail.com / riyabutu5@gmail.com
Phone No: +91 8974870845
Whatsapp No: +91 6009890717