Home   |   About   |   Terms   |   Contact    
A platform for writers

স্বরচিত গল্প প্রতিযোগিতা ২০২০

নগেন্দ্র সাহিত্য পুরস্কার - ২০২০◕ A platform for writers Details..

◕ Story writing competition. Details..

নগেন্দ্র সাহিত্য পুরস্কার
স্বরচিত গল্প প্রতিযোগিতা
২০২০

RiyaButu.com আয়োজিত 'স্বরচিত গল্প প্রতিযোগিতা-২০২০' এর অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে অনেক-অনেক শুভেচ্ছা। যে কোনও লেখক / লেখিকা তাদের স্বরচিত গল্প এই প্রতিযোগিতায় পাঠাতে পারেন।
নিয়মাবলী নীচে দেওয়া হল:

১. যে কেউ আমাদের কাছে গল্প পাঠাতে পারেন, এটা সবার জন্য উন্মুক্ত।

২. ভাষা: বাংলা

৩. এই প্রতিযোগিতা ২ রা এপ্রিল ২০২০ থেকে ৩১ শে মে ২০২০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফল প্রকাশিত হবে ৭ ই জুন ২০২০
লেখকরা এই Webpage এ এসে ফলাফল দেখতে পারবেন।

৪. গল্পটি অবশ্যই স্বরচিত হতে হবে। শুধু E-mail এর মাধ্যমে গল্প পাঠাতে হবে। [ PDF / MS Word / Image ( .jpg / jpeg ) form এ] গল্পের সাথে লেখকের নাম, বাবার নাম, ঠিকানা এবং ফোন নম্বর অবশ্যই পাঠাতে হবে। অন্যের লেখা নিজের নামে পাঠানোর দায় একমাত্র E-mail প্রেরকের উপর থাকবে। RiyaButu.com এ ব্যাপারে দায়ী থাকবে না।
আমাদের E-mail ID:
riyabutu.com@gmail.com
ncsarkarsarkar@gmail.com


৫. প্রতিটি গল্পের নীচে লেখক / লেখিকাকে লিখে দিতে হবে যে,
"এই গল্পটি আমার স্বরচিত গল্প। গল্পটি এর আগে আর কোথাও প্রকাশিত হয়নি।"

৬. গল্প ১০০০ থেকে ৫০০০ ( এক হাজার থেকে পাঁচ হাজার) শব্দের মধ্যে হতে হবে। এক ব্যক্তি ২টি গল্পের বেশী পাঠাতে পারবেন না।

৭. এই প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কার স্বরূপ দেওয়া হয় নগদ ৫০০০/ - ( পাঁচ হাজার টাকা)। এই টাকা শুধু Net-Banking এর মাধ্যমেই বিজয়ীর কাছে ১৬ই জুন ২০২০ মধ্যে পাঠানো হবে। প্রসঙ্গত: এই প্রতিযোগিতায় শুধু একটি পুরস্কার থাকবে।

৮. বিজয়ী গল্পটি লেখকের নাম ধাম সহ ১৪ জুন ২০২০ RiyaButu.com এ প্রকাশিত হবে। তাছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরো ১০টি নির্বাচিত গল্প লেখকের নাম ধাম সহ RiyaButu.com এ প্রকাশিত হবে।

৯. এই প্রতিযোগিতার যে কোনও বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হবে।

এই প্রতিযোগিতার বিষয়ে যে কোনও প্রশ্ন থাকলে বিনা দ্বিধায় আমাদের এখুনি ফোন করুন। নম্বর: ৮৯৭৪৮৭০৮৪৫

আমাদের ঠিকানা:
ধলেশ্বর - ১৩
আগরতলা, ত্রিপুরা ( পশ্চিম )
৭৯৯০০৭
ফোন নম্বর: ৮৯৭৪৮৭০৮৪৫

এই প্রতিযোগিতার উদ্দেশ্য:
দুর-দূরান্তে অনেক ভাল-ভাল লেখক / লেখিকা আছেন যারা খুব ভাল-ভাল গল্প লিখছেন, তাদের লেখা Online এ সবার সামনে তুলে ধরা আমাদের লক্ষ্য। পাশাপাশি বিশ্বময় মূল্যবান পাঠক / পাঠিকাদের কাছে ভাল-ভাল গল্প পৌঁছে দেওয়া RiyaButu.com এর উদ্দেশ্য। অন্যভাবে বলতে গেলে, আমারা চাই লেখকদের জন্য বিশ্বজোড়া পাঠক হোক আর পাঠকদের জন্য বিশ্বজোড়া লেখক হোক, এটাই এই প্রতিযোগিতাটির মুল মন্ত্র। আশা করি লেখক / লেখিকা এবং পাঠক / পাঠিকাদের সহযোগিতা পাবো।

◕ RiyaButu.com আয়োজিত 'স্বরচিত গল্প প্রতিযোগিতা-২০১৯' এর বিজয়ী ছিলেন,
story-competition-2019    Big Photo
সুপ্রিয় ঘোষাল, যোধপুর পার্ক, গড়িয়াহাট দক্ষিণ, কলকাতা – ৬৮

উনার লেখা গল্পটি এখানে ক্লিক করে গল্পটি পড়তে পাড়বেন: আশ্রয়◕ A platform for writers Details..

◕ Story writing competition. Details..